Kunal Ghosh-Rudranil Ghosh: ‘গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া’, অভিমানী রুদ্রকে নিয়ে ছড়া কুণালের! বিজেপি কি সত্যিই ছাড়ছেন অভিনেতা?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kunal Ghosh-Rudranil Ghosh: টিকিট না পেয়েই কি অভিমানী রুদ্রনীল ঘোষ? দোলের দিনই বিজেপির কমপক্ষে ৭৭ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল। এরপর থেকেই বাড়তে থাকে জল্পনা। তবে কি বিজেপি ছাড়ছেন তিনি? যদিও তার প্রতি সহমর্মিতা দেখিয়ে ছড়া কাটলেন কুণাল ঘোষ।
কলকাতা: টিকিট না পেয়েই কি অভিমানী রুদ্রনীল ঘোষ? দোলের দিনই বিজেপির কমপক্ষে ৭৭ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল। এরপর থেকেই বাড়তে থাকে জল্পনা। তবে কি বিজেপি ছাড়ছেন তিনি? যদিও তার প্রতি সহমর্মিতা দেখিয়ে ছড়া কাটলেন কুণাল ঘোষ।
এদিন কুণাল ঘোষ বলেন,
‘‘রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া
advertisement
গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া।
ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র ছাড়িছেন গ্রুপ।
দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ।’’
advertisement
রুদ্রনীলের দাবি, শুভেচ্ছা-বার্তায় বিরক্ত হয়েই গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখনও চারটি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাই আশা ছাড়ছেন না রুদ্রনীল। তিনি বলেন, ‘‘প্রায় ৭৭টি গ্রুপে আমাকে রাখা হয়েছিল, বিজেপিতেই আছি, অফিসিয়াল ১২টি গ্রুপেও আছি, এখনও ছাড়ার ব্যাপারে কোনও আলোচনা হয়নি’’, দাবি অভিনেতা রুদ্রনীল ঘোষের। স্পষ্ট জানিয়েছেন, টিকিট পাবেন আশা করেছিলেন, দল চাইলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও প্রার্থী হতে রাজি আছেন।
advertisement
রুদ্রনীল ঘোষ আরও জানিয়েছেন, “দলের অফিসিয়াল যে গ্রুপ রয়েছে সেগুলো রেখে বাকি অপ্রয়োজনীয় গ্রুপগুলোতে একই মেসেজ বারবার আসে। দোলের দিন আনন্দের সঙ্গে সেগুলো বিসর্জন দিয়েছি। আমার দলে কারা টিকিট পাবেন বা পাবেন না, সেটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা ঠিক করেন। এখনও চারটে আসনে প্রার্থী ঘোষণা হয়নি। দল আমাকে নিয়ে কী ভাবছে তার এখনও আলোচনা করার সময় শেষ হয়নি। আমার নিজের আশা থাকবে না, একথা সম্পূর্ণ ভুল।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 5:27 PM IST