আজ পালানিস্বামীর শক্তিপরীক্ষা, তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোট

Last Updated:

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিতর্ক ও জল্পনা এখনও অব্যাহত ৷

#চেন্নাই: তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিতর্ক ও জল্পনা এখনও অব্যাহত ৷ তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শশীকলার বাছাই এডাপাড্ডি পালানিস্বামী ৷ শপথ নিলেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে পালানিস্বামীকে ৷ বিধায়ক অঙ্কে এগিয়ে থাকায় বৃহস্পতিবার সকালে পালানিস্বামীকেই সরকার গড়ার আহ্বান করেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও ৷ কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন শশীকলা ৷
কিন্তু পনীরসেলভেম এক চিলতে জমি ছাড়তে এখনও নারাজ ৷ তাই শেষ মুহূর্তেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ আগেই শশীকলার বিরুদ্ধে বিধায়কদের প্রভাবিত করার অভিযোগ জানিয়েছিলেন তিনি ৷ এরপর বিধানসভায় আস্থা ভোটের জন্য আবেদন জানিয়েছেন পনীরসেলভম ৷ তিনি দাবি করেন AIADMK-এর অনেক বিধায়ক তাঁদের সঙ্গে হাত মেলাতে ইচ্ছুক। কিন্তু হুমকি ও ভয় দেখিয়ে তাঁদের রিসর্টে আটকে রাখা হয়েছে। তাই আস্থা ভোটে হলে তার পক্ষে সমর্থন আরও বাড়বে ৷
advertisement
তামিলনাড়ুর বিধানসভায় সদস্যসংখ্যা ২৩৪ ৷ আস্থাভোটে ম্যাজিক ফিগার ১১৬ ৷ পালানিস্বামী জানিয়েছেন তার সমর্থেন রয়েছে ১২৪জন বিধায়ক ৷
advertisement
অন্যদিকে পালানিস্বামীর অস্বস্তি আরও একটু বাড়িয়ে দিয়েছে ডিএমকে ৷ তারা জানিয়েছেন, সরকারের বিরুদ্ধেই তারা ভোট দেবে ৷ তাদের বিধায়ক সংখ্যা ৮৯ ৷ কংগ্রেসের ৮ ৷ অন্যদিকে পনীরসেলভম জানিয়েছেন এডিএমকে-র অন্তত ১০ জন বিধায়ক তাঁর সঙ্গে রয়েছেন৷  এরম পরিস্থিতিতে যদি পালানিস্বামীর শিবির ছেড়ে কোনও বিধায়ক পনীর শিবিরে যোগ দেয় তাহলে পালানিস্বামীর পক্ষে গরিষ্ঠতা প্রমাণ করা যথেষ্ট কঠিন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ পালানিস্বামীর শক্তিপরীক্ষা, তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement