Taliban Women Journalist Controversy: মেয়েদের ঢুকতে দেয়নি...তালিবানি ‘ফতোয়া’ দিল্লিতে! চরমে বিতর্ক, বিদেশমন্ত্রক যা জানাল, যা বলল আফগানিস্তান..

Last Updated:

"আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। এটা মেনে নেওয়া যায় না৷" ব্রডকাস্টার ইন্ডিয়া টুডেতে কর্মরত উপস্থাপক গীতা মোহন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন।

News18
News18
নয়াদিল্লি: আফগানিস্তানে তো করেই থাকে৷ তা-বলে ভারতের মাটিতে বসেও! তালিবান নেতার ‘ফতোয়া’ ঘিরে রীতিমতো উত্তপ্ত জাতীয় সাংবাদিক মহল৷ অভিযোগ, গত শুক্রবার নয়াদিল্লিতে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানে ঢুকতে দেওয়া হয়নি কোনও মহিলা সাংবাদিককে৷ যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভে ফেটে পড়েন মহিলা সাংবাদিকেরা৷ কী করে এমন ঘটনা ভারতের মাটিতে ঘটতে দিল কেন্দ্রীয় সরকার তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ সব মিলিয়ে বিতর্ক এমন জায়গায় পৌঁছেছে যে, বিদেশমন্ত্রকের তরফে এ বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে৷ সেই বিবৃতিতে জানানো হয়েছে, মহিলা সাংবাদিকদের সাংবাদিক বৈঠকে ঢুকতে না দেওয়ার বিষয়টির সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই৷
সংবাদমাধ্যম সূত্রের খবর, নির্দিষ্ট পোশাকবিধি মেনে আসা সত্ত্বেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুলেছিলেন সেই সময় সেখানে উপস্থিত মহিলা সাংবাদিকেরা৷
advertisement
advertisement
“আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। এটা মেনে নেওয়া যায় না৷” ব্রডকাস্টার ইন্ডিয়া টুডেতে কর্মরত উপস্থাপক গীতা মোহন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন।
আরেক সাংবাদিক নয়নিমা বসু প্রশ্ন তুলেছেন, কেন মুত্তাকিকে বা তালিবানকে ইচ্ছাকৃতভাবে নারী সাংবাদিকদের সংবাদ সম্মেলন থেকে বাদ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে? তা নিয়ে৷ তিনি লিখেছেন, “ভারত সরকারের নাকের ডগায়, রাজধানীর কেন্দ্রস্থলে, আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি একটি সংবাদ সম্মেলন করছেন, যেখানে ইচ্ছাকৃতভাবে কোনও মহিলা সাংবাদিককে বাদ দেওয়া হচ্ছে। এটা কীভাবে হতে পারে? এত জঘন্য অপমানকে কে অনুমোদন করেছে?”
advertisement
অন্যদিকে, আফগান তালিবানেপর মুখপাত্র শনিবার News18-কে জানিয়েছেন যে, কোনও নীতি মেনে যে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে এমনটা নয়৷ এটা একটা অনিচ্ছাকৃত, অনভিপ্রেত ঘটনা৷
ওই তালিবান আধিকারিক বলেন, ‘‘এখানে মহিলাদের বিরুদ্ধে কোনও বিদ্বেষমূলক আচরণ করা হয়নি৷ পাসের সংখ্যা সীমিত ছিল৷ সেই কারণে কিছু লোক পাস পেয়েছেন, কেউ পাননি৷ অনেক পুরুষ সাংবাদিকও পাস পাননি৷’’
advertisement
ওই তালিবান মুখপাত্র দাবি করেন, মুত্তাকি আফগানিস্তানে নিজের দফতরেও মহিলা সাংবাদিকের সঙ্গে দেখা করে থাকেন৷ তবে এক্ষেত্রে, আফগান নন, বিদেশি মহিলা সাংবাদিকদের কথা বলা হয়েছে, যাঁরা নির্দিষ্ট পোশাকবিধি মেনে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পান৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Taliban Women Journalist Controversy: মেয়েদের ঢুকতে দেয়নি...তালিবানি ‘ফতোয়া’ দিল্লিতে! চরমে বিতর্ক, বিদেশমন্ত্রক যা জানাল, যা বলল আফগানিস্তান..
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement