সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ! হিন্দু মহিলার কিডনিতে বাঁচলেন ইকরাম

Last Updated:

ধর্মতে ওরা আলাদা ৷ কিন্তু ধর্মতে আলাদা হলেও কিডনি মিলিয়ে দিল একে অপরকে ৷ আর এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নয়ডা ৷

#লখনউ : ধর্মতে ওরা আলাদা ৷ কিন্তু ধর্মতে আলাদা হলেও কিডনি মিলিয়ে দিল একে অপরকে ৷ আর এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নয়ডা ৷
কয়েকদিন আগেই কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইকরাম ৷ সেই একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিল কুমারও ৷ উচ্চ রক্তচাপের কারণে তাদের দু’জনের কিডনিতে সমস্যা দেখা দেয় ৷ প্রয়োজন ছিল কিডনি প্রতিস্থাপনের ৷ কিন্তু সমস্যা দেখা দেয় ব্লাড গ্রুপ নিয়ে ৷ ইকরামের প্রয়োজন ছিল B পজিটিভ ব্লাড গ্রুপের কিডনি ৷ অন্যদিকে, অনিলের প্রয়োজন ছিল A নেগেটিভ গ্রুপের কিডনির ৷ অপরদিকে, তারা নিজেদের স্বামীকে কিডনি দিতে চাইলেও ব্লাড গ্রুপের মিল না থাকায় তারা একে অপরকে কিডনি দিতে পারছিলেন না ৷
advertisement
এহেন অবস্থাতেই সমস্যার সমাধান করলেন ওই হাসপাতালের ডাক্তার ৷ ইকরাম এবং অনিল দু’জনেই ড. অমিত দেওরার অধীনে চিকিৎসাধীন ৷ তিনিই বলেন, ইকরামের স্ত্রী অনিলকে কিডনি দিতে পারেন ৷ অপরদিকে, অনিলের স্ত্রীয়ের আর ইকরামের ব্লাড গ্রুপ এক ৷ তাই তারা যদি একে অপরকে কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন, তাহলে বেঁচে যেতে পারে দুটি প্রাণ ৷ সেই কারণেই অবশেষে ডাক্তারের সিদ্ধান্তেই সম্মতি জানালেন অনিল এবং ইকরামের স্ত্রী ৷
advertisement
advertisement
শেষ পাওয়া খবর অনুযায়ী, সফল অস্ত্রপচারের পর এখন একেবারেই সুস্থ তারা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ! হিন্দু মহিলার কিডনিতে বাঁচলেন ইকরাম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement