ত্রিপুরায় জন বিশ্বাস যাত্রায় যেতে পারেন শুভেন্দু অধিকারী

Last Updated:

বিধানসভা নির্বাচনে এক ঝাঁক বঙ্গ বিজেপি নেতা সফর করতে পারেন ত্রিপুরায় ৷ 

ত্রিপুরায় জন বিশ্বাস যাত্রায় যেতে পারেন শুভেন্দু অধিকারী
ত্রিপুরায় জন বিশ্বাস যাত্রায় যেতে পারেন শুভেন্দু অধিকারী
আবীর ঘোষাল, কলকাতা: পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্ব ভারতের এই ছোটো রাজ্যের নির্বাচনে শাসক দলের হয়ে প্রচারে থাকবেন একাধিক বঙ্গ বিজেপির নেতা। ইতিমধ্যেই ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে জন বিশ্বাস যাত্রা ৷ রথ যাত্রার আকারের এই প্রচার যাত্রায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অংশগ্রহণ করার কথা রয়েছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নির্বাচন ঘোষণা হয়ে গেলে ধাপে ধাপে বাংলার একাধিক বিজেপি নেতা ত্রিপুরায় প্রচার সারবেন বলে ত্রিপুরা বিজেপি সূত্রে খবর।
২০২৩ সালের ফেব্রুয়ারিতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। বাংলার নেতারা ত্রিপুরায় প্রচারে যাবেন। পাশাপাশি একাধিক বিজেপি নেতা ত্রিপুরায় স্থায়ীভাবে থাকবেন। ৪০ কেন্দ্রের ৬০ আসনের নির্বাচন পরিচালনা করবেন তাঁরা। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ এলেই নতুন বছরের শুরুতেই আগরতলায় রওনা দেবেন নেতারা।
advertisement
advertisement
ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, বাংলার নেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। দফায় দফায় প্রচারে যাবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো শীর্ষ নেতারা ৷ ২০১৮ সালে ৬০  আসনের ত্রিপুরা বিধানসভায় ৩৪টি আসন দখল করেছিল বিজেপি। এর আগে ২০১৩ সালে তারা ছিল শূন্য। তবে গতবার ছিল ত্রিমুখী লড়াই। এবার চারমুখী লড়াই হবে ত্রিপুরায়। সিপিআইএম, কংগ্রেসের পাশাপাশি তিপ্রামোথা ও তৃণমূল কংগ্রেসকেও মোকাবিলা করতে হবে বিজেপিকে। ত্রিপুরার ওপর বিশেষ নজর রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
২০২৪ সালে সর্বভারতীয় চ্যালেঞ্জার হওয়ার লক্ষ্যে ত্রিপুরা এক বড় পরীক্ষা হতে চলেছে তৃণমূলের জন্য। ত্রিপুরার পুর নির্বাচনের পাশাপাশি ৪টি বিধানসভার উপনির্বাচনেও অংশ নিয়েছিল তৃণমূল। সেই নির্বাচনে ভাল ফল না করতে পারলেও বিধানসভা নির্বাচনে আরও শক্তি দিয়ে ঝাঁপাতে পারেন মমতা-অভিষেক। এই আবহে ত্রিপুরায় বঙ্গ বিজেপির নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আশা কেন্দ্রীয় নেতৃত্বের। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষরা দফায় দফায় সেই রাজ্যে যাবেন প্রচারে।
বাংলা খবর/ খবর/দেশ/
ত্রিপুরায় জন বিশ্বাস যাত্রায় যেতে পারেন শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement