তৃণমূলের কোন নেতা কত টাকার নোট বদল করেছে তার বিস্তারিত তথ্য রয়েছে, বর্ধমানে বিস্ফোরক শুভেন্দু
- Written by:Saradindu Ghosh
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
রবিবার বর্ধমানের ষষ্ঠী পল্লীর মাঠে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত নেতারা নোট বদল করেছেন। সিউড়ি কো অপারেটিভ ব্যাঙ্ক কাণ্ড তারই উদাহরণ। এই ঘটনায় বর্ধমানের এক যুবনেতার দিকে যেমন ইঙ্গিত করেছেন তিনি, একইভাবে আঙুল তুলেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতির দিকেও। নোট বাতিলের সময় নোট বদল নিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । রবিবার বর্ধমানের ষষ্ঠী পল্লীর মাঠে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই বর্ধমানেও একজন বারের মালিক আছেন যিনি তৃণমূল পার্টির যুব নেতা। তার মাধ্যমেও এখানে টাকার বদল ঘটানো হয়েছে। এটা গোটা রাজ্য জুড়েই হয়েছে। আমি তো দু’টো নাম বলছি। জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর নামে ৪ কোটি টাকা পরিবর্তন করা হয়েছে বিধাননগরের ব্যাঙ্কে। প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি তৃণমূলের নেতা, তিনি ১৫ কোটি টাকা মুগবেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে বদল করেছেন। আমি তো নাম নিয়ে বলছি। আমার কাছে ডকুমেন্ট আছে। সব সময়মতো দেখিয়ে দেব।’’
advertisement
advertisement
একইসঙ্গে এদিন আবাস যোজনা নিয়ে আরও একবার সুর চড়ান শুভেন্দু অধিকারী। বলেন, ‘‘মালদহ, পূর্ব মেদিনীপুরের পর এবার আরও ১৪ জেলায় তদন্তে আসছে কেন্দ্রীয় দল। ইতিমধ্যেই তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন্দ্রীয় দলের গতিবিধি শুভেন্দু কীভাবে আগেভাগে জেনে যাচ্ছেন। সে প্রসঙ্গে বিরোধী দলনেতার বলেন, আমি বিরোধী দলনেতা। আমি অভিযোগকারী। আমার কাছে তো খবর থাকবেই। মালদহ ও পূর্ব মেদিনীপুরের অভিযোগ ১০০ শতাংশ প্রমাণ হয়ে গিয়েছে। তার ভিডিও আমার কাছে আছে। পরিদর্শক দল যে গ্রামে গিয়েছে, দেখেছে কী হয়েছে। গোয়ালঘর দেখিয়ে টাকা নিয়েছে, কিন্তু পাকা বাড়ি। চোখের সামনে দেখে এসেছে। আমি তো ১৭ জেলায় অবজেকশন করেছি। আমাকে দফতর জানিয়েছে, ১৪ জেলায় আপাতত তদন্ত হবে। পরে আরও হবে।’’
advertisement
জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিত্ দাস বলেন, নোটবাতিল কেন্দ্রীয় সরকার করেছিল। কেন্দ্রীয় সরকারের যারা সমর্থক তারা নিশ্চয়ই আগে থাকতে খবর পেয়ে নোটবাতিলের ফয়দা নিয়েছে। আর শুভেন্দুবাবু খোঁজ নিয়ে দেখুন বর্ধমান জেলায় বিজেপির পার্টি অফিসটা নোট বাতিলের সময়ই কেনা হয়েছিল। তাই আমাদের নামে মিথ্যা অভিযোগ করে লাভ হবে না। এসব ভিত্তিহীন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2023 6:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তৃণমূলের কোন নেতা কত টাকার নোট বদল করেছে তার বিস্তারিত তথ্য রয়েছে, বর্ধমানে বিস্ফোরক শুভেন্দু









