Supreme Court on Pollution: দূষণের জন্য দায়ী কৃষকরা! কেন্দ্রের 'অজুহাতে' চরম ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
- Published by:Suman Biswas
Last Updated:
Supreme Court on Pollution: প্রধান বিচারপতি এন ভি রমণ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ''আপনারা বলতে চাইছেন, দূষণের জন্য দায়ী কৃষকরা ?''
#নয়াদিল্লি : আকাশ ছেয়ে গিয়েছে ধুলো, ধোঁয়া ও কুয়াশায়। ভর দুপুরেও সন্ধ্যার মতো অন্ধকার। বাইরে বেরোলে জ্বালা করছে চোখ। শ্বাস-প্রশ্বাসে কষ্ট। রাজধানী দিল্লির বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই ১৯৫২ সালের লন্ডনের গ্যাস চেম্বার পরিস্থিতির সঙ্গে তুলনা করছেন। এই অবস্থায় সংশ্লিষ্ট সরকার গুলির দায়বদ্ধতা নির্দিষ্ট করতে বদ্ধপরিকর দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court) । আদালতে শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকারের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা দূষণ ও সরকারি পদক্ষেপের একটি নথি পেশ করেছিলেন। যা দেখে প্রধান বিচারপতি এন ভি রমণ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ''আপনারা বলতে চাইছেন, দূষণের জন্য দায়ী কৃষকরা ?'' সলিসিটর জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, ''কোথায় কোন সরকার জানতে চাই না। দূষণ নিয়ন্ত্রণে সরকারি নজরদারি চাই।''
প্রধান বিচারপতি এনভি রমণের নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্ত। বিচারপতি চন্দ্রচূড় বলেন, দরিদ্র এবং প্রান্তিক কৃষকদের ধান-গমের অবশিষ্ট অংশ থেকে জৈব সার তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার সামর্থ্য নেই। নিজেকে একজন কৃষক এবং প্রধান বিচারপতি এনভি রমণও কৃষক পরিবার থেকে এসেছেন, উল্লেখ করে এমনটাই বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত।
advertisement
advertisement
বিচারপতিদের মতে, ফসলের অবশিষ্ট অংশ না পুড়িয়ে জৈবসার তৈরির যন্ত্র অনেক দামি। সাধারণ কৃষকদের সেই যন্ত্র কেনার সামর্থ্য নেই। কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই যন্ত্র কেনার জন্য ভর্তুকি দিতে পারে। সলিসিটর জেনারেল জবাবে বলেন, সরকার ভর্তুকি দেয়। এই মেশিনগুলো কেনার জন্য ৮০ শতাংশ ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। যা শুনে উষ্মা প্রকাশ করেন দিনের শুনানিতে বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, কৃষক কি এই খরচ বহন করতে পারেন। আমি একজন কৃষক এবং এটাও জানি, প্রধান বিচারপতি নিজেও একজন কৃষক পরিবারের সদস্য। তিনিও এটা জানেন এবং আমার ভাই (বিচারপতি)-ও এটা জানেন। তিনি আরও বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার কেন এই মেশিনগুলো কৃষকদের দিতে পারছে না?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2021 8:14 AM IST