Tripura Civic Polls: পিছোবে না ত্রিপুরার পুরভোট, জানিয়ে দিল সু্প্রিম কোর্ট! নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ

Last Updated:

নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, একান্ত উপায় না থাকলে তখনই ভোট বন্ধের মতো চূড়ান্ত পদক্ষেপের প্রয়োজন হয় (Tripura Civic Polls)৷

ফাইল ছবি
ফাইল ছবি
#দিল্লি: পিছোচ্ছে না ত্রিপুরার পুরভোট, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ ত্রিপুরার পুরভোটকে (Tripura Civic Polls) কেন্দ্র করে একের পর এক হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে এ দিন শীর্ষ আদালতে এক সপ্তাহের জন্য ভোট পিছনোর আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস সেই আবেদনের শুনানিতেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Tripura Violence)৷
নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court on Tripura Civic Polls) জানিয়েছে, একান্ত উপায় না থাকলে তখনই ভোট বন্ধের মতো চূড়ান্ত পদক্ষেপের প্রয়োজন হয়৷ ত্রিপুরায় আগামী ২৫ নভেম্বর পুরভোট৷ আজই পুরভোটের প্রচার শেষ হচ্ছে৷ আগামী ২৮ নভেম্বর ভোটের ফল ঘোষণা৷
advertisement
advertisement
এ দিন পুরভোট নিয়ে নির্দেশ দিতে গিয়ে শীর্ষ আদালত জানায়, 'যে আশঙ্কা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট পিছনোর আর্জি জানিয়েছে, রাজ্য সরকারকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করার নির্দেশ দিলেই তার নিষ্পত্তি করা সম্ভব৷' ভোট পিছনোর আবেদন খারিজ করলেও পুরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ফের ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামিকাল সকালেই ত্রিপুরা পুলিশের আইজি এবং ডিজি-র নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করতে হবে৷ পুরভোটের নিরাপত্তা নিয়ে কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেই রিপোর্টও বিকেলের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছে৷
advertisement
শুধু তাই নয়, প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত৷ মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ নভেম্বর৷
ত্রিপুরায় পুরভোটকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে সংঘাত চূড়ান্তে পৌঁছেছে৷ সোমবার রাতেও আগরতলায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ উঠেছে৷ গত কয়েকদিন ধরেই ত্রিপুরার বিভিন্ন অংশে বিজেপি-র হাতে তৃণমূল নেতাদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে৷ এর আগেই একটি নির্দেশে সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছিল, পুরভোটের জন্য যাতে বিরোধীরাও যথাযথ ভাবে প্রচার করতে পারে, তার জন্য যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Civic Polls: পিছোবে না ত্রিপুরার পুরভোট, জানিয়ে দিল সু্প্রিম কোর্ট! নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement