West Bengal Civic Polls: বহু দফাতেই রাজ্যে পুরভোট, হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল কমিশন

Last Updated:

রাজ্য সরকারের সঙ্গে কমিশনের আলোচনার ভিত্তিতে এখনও পর্যন্ত ঠিক হয়েছে, কলকাতা এবং হাওড়া পুরসভায় আগামী ১৯ ডিসেম্বর পুরভোট অনুষ্ঠিত হবে (West Bengal Civic Polls)৷

কলকাতা পুরসভা দখলে রাখতে ইস্তেহারে একাধিক চমক তৃণমূলের৷
কলকাতা পুরসভা দখলে রাখতে ইস্তেহারে একাধিক চমক তৃণমূলের৷
#কলকাতা: পর্যাপ্ত সংখ্যক ইভিএম নেই রাজ্য নির্বাচন কমিশনের হাতে৷ তাই একসঙ্গে রাজ্যের সব পুরসভায় ভোট করা সম্ভব নয় (West Bengal Civic Polls)৷ এ দিন কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে এ কথা জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)৷
রাজ্য সরকারের সঙ্গে কমিশনের আলোচনার ভিত্তিতে এখনও পর্যন্ত ঠিক হয়েছে, কলকাতা এবং হাওড়া পুরসভায় আগামী ১৯ ডিসেম্বর পুরভোট অনুষ্ঠিত হবে৷ কিন্তু রাজ্যের ১১২টি পুরসভায় একসঙ্গে ভোট করানোর দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি৷ এ দিন সেই মামলাতেই হাইকোর্টে হলফনামা জমা দেয় রাজ্য নির্বাচন কমিশন৷
advertisement
advertisement
হলফনামায় কমিশন জানিয়েছে, রাজ্যের যে ১১২টি পুরসভায় এই মুহূর্তে ভোট বকেয়া রয়েছে, সেগুলিতে একসঙ্গে ভোট করাতে গেলে ৩০ হাজার ১৭৩টি ইভিএম প্রয়োজন৷ কিন্তু কমিশনের হাতে রয়েছে ১৫,৬৮৭টি ইভিএম৷ ফলে কোনওভাবেই সব পুরসভায় একসঙ্গে ভোটগ্রহণ সম্ভব নয়৷ কারণ শুধুমাত্র কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট করাতেই ৭৯৯৯টি ইভিএম-এর প্রয়োজন হবে৷ বাকি যে সংখ্যর ইভিএম কমিশনের হাতে থাকবে, তা দিয়ে হাওড়া পুরসভার ভোট কলকাতার সঙ্গেই করানো সম্ভব হবে৷ যদিও ১৯ ডিসেম্বরই কলকাতা এবং হাওড়ায় ভোট হবে কি না, সে বিষয়ে হলফনামায় কিছু উল্লেখ করেনি কমিশন৷ কমিশনের এ দিনের হলফনামা থেকেই স্পষ্ট, একাধিক ধাপেই রাজ্যের সব পুরসভায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে তাদের৷
advertisement
রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'রাজ্যের বিধানসভা উপনির্বাচনও তো একাধিক দফায় করালো কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ সেরকমই রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে একাধিক দফায় পুরভোট করানো হবে৷'
বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমরা চাই যে সব পুরসভায় একসঙ্গে ভোট হোক এবং মানুষ ঠিকমতো পরিষেবা পাক৷ পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য সব পুরসভায় একসঙ্গে ভোট হওয়া উচিত৷ হাইকোর্টে আমরা এই আবেদনই করেছি৷ সেরকমই তৃণমূলও নিজেদের বক্তব্য জানিয়েছে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Civic Polls: বহু দফাতেই রাজ্যে পুরভোট, হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল কমিশন
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement