#কলকাতা: পর্যাপ্ত সংখ্যক ইভিএম নেই রাজ্য নির্বাচন কমিশনের হাতে৷ তাই একসঙ্গে রাজ্যের সব পুরসভায় ভোট করা সম্ভব নয় (West Bengal Civic Polls)৷ এ দিন কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে এ কথা জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)৷
রাজ্য সরকারের সঙ্গে কমিশনের আলোচনার ভিত্তিতে এখনও পর্যন্ত ঠিক হয়েছে, কলকাতা এবং হাওড়া পুরসভায় আগামী ১৯ ডিসেম্বর পুরভোট অনুষ্ঠিত হবে৷ কিন্তু রাজ্যের ১১২টি পুরসভায় একসঙ্গে ভোট করানোর দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি৷ এ দিন সেই মামলাতেই হাইকোর্টে হলফনামা জমা দেয় রাজ্য নির্বাচন কমিশন৷
হলফনামায় কমিশন জানিয়েছে, রাজ্যের যে ১১২টি পুরসভায় এই মুহূর্তে ভোট বকেয়া রয়েছে, সেগুলিতে একসঙ্গে ভোট করাতে গেলে ৩০ হাজার ১৭৩টি ইভিএম প্রয়োজন৷ কিন্তু কমিশনের হাতে রয়েছে ১৫,৬৮৭টি ইভিএম৷ ফলে কোনওভাবেই সব পুরসভায় একসঙ্গে ভোটগ্রহণ সম্ভব নয়৷ কারণ শুধুমাত্র কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট করাতেই ৭৯৯৯টি ইভিএম-এর প্রয়োজন হবে৷ বাকি যে সংখ্যর ইভিএম কমিশনের হাতে থাকবে, তা দিয়ে হাওড়া পুরসভার ভোট কলকাতার সঙ্গেই করানো সম্ভব হবে৷ যদিও ১৯ ডিসেম্বরই কলকাতা এবং হাওড়ায় ভোট হবে কি না, সে বিষয়ে হলফনামায় কিছু উল্লেখ করেনি কমিশন৷ কমিশনের এ দিনের হলফনামা থেকেই স্পষ্ট, একাধিক ধাপেই রাজ্যের সব পুরসভায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে তাদের৷
আরও পড়ুন: বিপ্লব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ, পুরভোটের ঠিক আগে ত্রিপুরায় ব্যাকফুটে বিজেপি
রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'রাজ্যের বিধানসভা উপনির্বাচনও তো একাধিক দফায় করালো কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ সেরকমই রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে একাধিক দফায় পুরভোট করানো হবে৷'
বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমরা চাই যে সব পুরসভায় একসঙ্গে ভোট হোক এবং মানুষ ঠিকমতো পরিষেবা পাক৷ পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য সব পুরসভায় একসঙ্গে ভোট হওয়া উচিত৷ হাইকোর্টে আমরা এই আবেদনই করেছি৷ সেরকমই তৃণমূলও নিজেদের বক্তব্য জানিয়েছে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।