#নয়াদিল্লি: পকসো আইনে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। যৌন অপরাধে ‘স্কিন টু স্কিন’ কনট্যাক্ট জরুরী নয়। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে গত জানুয়ারি মাসে দেওয়া বম্বে হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে।এক ১২ বছরের শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনায় বোম্বে হাইকোর্ট 'স্কিন টু স্কিন টাচ ফর্মুলা' দিয়ে অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছিল। বম্বে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে মহিলা কমিশন মহারাষ্ট্র সরকার সহ একাধিক সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আজ সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে এমন সংকীর্ণ ব্যাখ্যা সমাজের জন্য ক্ষতিকারক. শিশুদের সঙ্গে যৌন অপরাধ মামলায় 'স্কিন টু স্কিন' স্পর্শ আবশ্যক নয়।
আরও পড়ুন: কলকাতায় কেন বাড়ছে ম্যালেরিয়া? সামনে এল চমকে যাওয়ার মতো কারণ
আরও পড়ুন: 'দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী...', আরও বড় 'বিস্ফোরণের' ইঙ্গিত দিলেন তথাগত রায়!
বোম্বে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। গত জানুয়ারিতে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ রায় দিয়ে বলেছিল, ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্ষ না হলে সেটা যৌন নির্যাতন নয়। আদালতের বিচারপতি পুষ্প গান্ডিওয়ালা রায়ে বলেছিলেন, পোশাক খুললে বা পোশাকের ভেতর দিয়ে আপত্তিজনকভাবে হাত দিলে তবেই সেটা যৌন নির্যাতন। ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্ষ না হলে সেটা যৌন নির্যাতন বলা যায়না। বম্বে হাইকোর্টের সেই রায় ঘিরে শোরগোল পড়ে যায়। আদা লতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মামলা দায়ের হয়। জাতীয় মহিলা কমিশন এবং মহারাষ্ট্র সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হন। এদিন সেই মামলার রায় ঘোষণা করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে,বম্বে হাইকোর্টের রায় এই ধরনের যৌন আচরণকে অসংবেদনশীলভাবে আইনসিদ্ধ করে দিচ্ছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: POCSO Act, Supreme Court