Kolkata News: কলকাতায় কেন বাড়ছে ম্যালেরিয়া? সামনে এল চমকে যাওয়ার মতো কারণ
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata News: ওষুধ খাওয়ার মেয়াদ পূর্ণ না করার জন্যই ম্যালেরিয়ার সংক্রমণ বাড়ছে কলকাতা শহরে।
#কলকাতা: এবার কলকাতায় (Kolkata News) ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় (Malaria) আক্রান্ত এ পর্যন্ত আট হাজারের মতো মানুষ। আর ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা গত বারের থেকে ৬৮ শতাংশের কম। যা সংখ্যায় এক হাজার মতো।একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে শহরে কাজ করতে আসা প্রচুর মানুষ ফিরতে পারেননি তাদের বাড়িতে। যার ফলে ঘিঞ্জি অবস্থায় কোন ঘর বা গোডাউনে থাকার জন্য ম্যালেরিয়া অনেকটা পরিমানে বেড়েছে।
বুধবার কলকাতা বস্তি উন্নয়ন পরিষদের তরফ থেকে আবু সুফিয়ান একটি প্রতিনিধি দল নিয়ে এসে কলকাতা কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিষয়ক ভারপ্রাপ্ত অতীন ঘোষ বলেন যে, এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সঙ্গে লকডাউনের জন্য প্রচুর মানুষ ঘরের বাইরে যেতে পারেন নি। শহরের বিভিন্ন বস্তি,গোডাউন ও স্টেশন,বড় হাসপাতাল রয়েছে। যেখানে প্রচুর শ্রমিক ও মানুষ একসঙ্গে অনেকে শুয়ে থাকে।
advertisement
পুরসভার তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা করা হয়েছিল।সেই সময় তাদের রক্তের নমুনাতে নতুন ধরনের ম্যালেরিয়া পাওয়া গেছে। যার নাম ফ্যালসিফেরাম ম্যালেরিয়া। তবে এই ভাবে ম্যালেরিয়া বেড়ে যাওয়ার জন্য তিনি মূলত দায়ী করেছেন, রোগীদের সচেতন না হওয়ার বিষয়টি নিয়ে।
advertisement
advertisement
তিনি বলেন, ''বেশির ভাগ রোগীর ম্যালেরিয়া হওয়ার পর হাসপাতালের পনেরো দিনের মেয়াদের ওষুধপূর্ণ করে না। তারা কয়েকদিন ওষুধ খাওয়ার পর, জ্বর কমলেই আর ওষুধ খায় না। ফলে দেহের রক্তে ম্যালেরিয়ার জীবাণু থেকে যায়। তার ফলেই ম্যালেরিয়ার জীবাণু বেশি করে ছড়াচ্ছে।এমনও রোগী পাওয়া গেছে, যাদের শরীরে ম্যালেরিয়ার কোনো উপসর্গ নেই।'
advertisement
অতীন ঘোষ এও বলেন, ''পুরসভার পক্ষ থেকে রক্ত পরীক্ষা করে ৬৮ শতাংশ থেকে এখন ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এখনও যে যে জায়গাতে জল জমে আছে সেগুলোর বিষয়ে খোঁজ চালাচ্ছে পুরসভা। যদি জল জমে থাকে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যার ফলে এবার ডেঙ্গুর শতাংশ গত বারের থেকে ৬৮ শতাংশ কম। এবার ডেঙ্গু রোগীর সংখ্যা এখনও পর্যন্ত ১০০০ হাজার।'' তবে পুরসভার স্বাস্থ্য দফতর ম্যালেরিয়া, ডেঙ্গু, করোনা নিয়ে যথেষ্ট সজাগ বলে জানান অতীন ঘোষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2021 1:05 PM IST

