Rafale Verdict: তদন্তের দরকার নেই, রাফাল মামলা পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
Last Updated:
একই সঙ্গে 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভবিষ্যতে যে কোনও মন্তব্যে সংযত ও সতর্ক হতে হবে তাঁকে৷
#নয়াদিল্লি: রাফাল রায়ের মুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ নরেন্দ্র মোদি সরকারকে ক্লিনচিট দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিল, রাফাল চুক্তিতে এফআইআর-এর কোনও প্রয়োজনই নেই৷ রাফাল নিয়ে কোনও তদন্তের দরকার নেই৷ একই সঙ্গে 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভবিষ্যতে যে কোনও মন্তব্যে সংযত ও সতর্ক হতে হবে তাঁকে৷
The Supreme Court says “Mr Rahul Gandhi needs to be more careful in future” for attributing to the court his remarks. https://t.co/MjG0POUVfj
— ANI (@ANI) November 14, 2019
advertisement
ফ্রান্সের দাসোঁ এভিয়েশনের কাছ থেকে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন বিরোধীরা। সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই আর্জি খারিজ করে মোদি সরকারকে ক্লিনচিট দেয় শীর্ষ আদালত। এর পর রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা, অরুণ শৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ।
advertisement
শুনানিতে মামলাকারীদের অভিযোগ ছিল, রাফাল চুক্তির সব তথ্য কেন্দ্র সামনে আনেনি। তাই আগের রায় পুনর্বিবেচনা করে সিবিআই তদন্তের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। কেন্দ্রের দাবি, মামলাকারীরা মিডিয়ার বক্তব্যের উপর ভিত্তি করে রিভিউ পিটিশন দাখিল করেছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর গত ১০ মে রায় সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট৷
২০১৯ সালের লোকসভা ভোটে রাফাল ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ কংগ্রেস তথা বিরোধীদের বিজেপি-কে আক্রমণের মূল ইস্যুই ছিল রাফাল৷ এই রাফাল ইস্যুতেই প্রধানমন্ত্রীকে বিঁধে কংগ্রেস নেতা রাহুল গান্ধি স্লোগান তোলেন, 'চৌকিদার চোর হ্যায়৷' কংগ্রেসের দাবি ছিল, কেন রাষ্ট্রায়ত্ত সংস্থা HAL-কে বাদ দিয়ে বেসরকারি সংস্থা RDL-কে নিয়ে চুক্তি করা হল, তার জবাব দিক কেন্দ্র৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2019 11:19 AM IST