Supreme Court: পথকুকুরদের পাশাপাশি ভবঘুরে গবাদি পশু নিয়েও নির্দেশ! বড় রাস্তার ধারে থাকবে না গরু, ছাগল...ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Last Updated:

এ নিয়ে রাজস্থান হাইকোর্টের পদ্ধতি অনুসরণ করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা সমস্ত জাতীয় সড়, রাজ্য সড়ক এবং সমস্ত গুরুত্বপূর্ণ বড় রাস্তার পাশ থেকে ভবঘুরে গবাদি পশুদের সরিয়ে অনত্র শেল্টারে পাঠানোর ব্যবস্থা করতে হবে৷

News18
News18
নয়াদিল্লি: পথকুকুর মামলায় শুক্রবার বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ৷ নির্দেশে বলা হয়েছে, কোনও বাস্টস্ট্যান্ড, রেল স্টেশন, শিক্ষামূলক প্রতিষ্ঠান চত্বরে থাকবে না কোনও পথকুকুর৷ তাদের সরিয়ে নিয়ে যেতে হবে দূরবর্তী কোনও শেল্টারে৷ সেখানে টিকা থেকে বন্ধ্যাত্বকরণ, পশু জন্ম নিয়ন্ত্রণ নিয়ম অনুযায়ী সবকিছুই করতে হবে স্থানীয় প্রশাসনকে৷ সুপ্রিম কোর্ট এহেন নির্দেশের পাশাপাশি রাজস্থান হাইকোর্টের একটি নির্দেশিকার উদাহরণ তুলে ধরে ভবঘুরে গবাদি পশু নিয়েও দিয়েছে বড় রায়৷
একটি সমান্তরাল নির্দেশিকায় এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আনজারিয়ার তিন সদস্যের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, পাবলিক রোড, হইওয়ে, এবং এক্সপ্রেসওয়ের আশপাশে থাকা ভবঘুরে গবাদি পশুর সংখ্যাও বাড়ছে৷
রাস্তার ধার থেকে বেওয়ারিশ গবাদি পশুকে ধরে আশ্রয়কেন্দ্রে রাখার জন্য হাইওয়ে টহলদারি দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। তবে পাশাপাশি, সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেখানে তাদের যত্ন নেওয়া হবে।
advertisement
advertisement
এ নিয়ে রাজস্থান হাইকোর্টের পদ্ধতি অনুসরণ করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা সমস্ত জাতীয় সড়, রাজ্য সড়ক এবং সমস্ত গুরুত্বপূর্ণ বড় রাস্তার পাশ থেকে ভবঘুরে গবাদি পশুদের সরিয়ে অনত্র শেল্টারে পাঠানোর ব্যবস্থা করতে হবে৷
advertisement
আদালত জানিয়েছে, ‘‘একটি যৌথ প্রক্রিয়ায় হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং রোডওয়ের পাশ থেকে সরিয়ে নিতে হবে৷’’
রাজ্য প্রশাসনকে কড়া বার্তায় বেঞ্চ সব রাজ্যের মুখ্য সচিবদের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে এই নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে৷ আগামী ৮ সপ্তাহের মধ্যে এ নিয়ে জমা দিতে হবে রিপোর্ট৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: পথকুকুরদের পাশাপাশি ভবঘুরে গবাদি পশু নিয়েও নির্দেশ! বড় রাস্তার ধারে থাকবে না গরু, ছাগল...ব্যবস্থা নেওয়ার নির্দেশ
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement