Vande Mataram 150 years Celebration: ‘বন্দে মাতরম গান নয়, একটা মন্ত্র..,’ প্রধানমন্ত্রী মোদির হাতেই শুরু বর্ষব্যাপী ১৫০ বছর পূর্তি উদযাপন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মোদি বলেন, ‘‘বন্দে মাতরম গানের মূল আবেগ হল ভারত, মা ভারতী...ভারত বারবার অতীতের বহু অত্যাচার সহ্য করেও বিশেষ রত্ন হিসাবে উদ্ভাবিত হয়েছে এবং অমরত্বের দিকে এগিয়েছে৷’’
নয়াদিল্লি: শুক্রবার নয়াদিল্লি থেকে ‘বন্দে মাতরম’ জাতীয় গানের সার্ধশতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী উদযাপন অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন এই উপলক্ষে একটি স্ট্যাম্প এবং মুদ্রার প্রকাশ করেন তিনি৷ মোদি বলেন, ‘‘ভারতের ঐক্যের প্রকৃত প্রতীক বন্দে ভারতম৷ বহু প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে৷ বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান আমাদের নতুন করে অনুপ্রেরণা জোগাবে, ভারতবাসীকে নতুন ভাবে উদ্বুদ্ধ করবে৷
জাতীয় গানের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই গানের সুর এবং কথা সবকিছুর ঊর্ধ্বে৷ তাঁর কথায়, ‘‘বন্দে মাতরম কোনও গান নয়, এটি একটি মন্ত্র৷’’ এই গানকে কালজয়ী শক্তি হিসাবে বর্ণনা করেন মোদি৷ জানান, এই সঙ্গীত দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রজন্মের মানুষকে একত্রিত করে৷ এই গানই ভারতের শক্তি ও বহুত্বের প্রতীক৷
advertisement
advertisement
মোদি বলেন, ‘‘বন্দে মাতরম গানের মূল আবেগ হল ভারত, মা ভারতী…ভারত বারবার অতীতের বহু অত্যাচার সহ্য করেও বিশেষ রত্ন হিসাবে উদ্ভাবিত হয়েছে এবং অমরত্বের দিকে এগিয়েছে৷’’
এমনকি, ১৯৩৭ সালে এই গানের বিশেষ কিছু স্তবক বেছে নেওয়ার জেরে ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল বলে এদিন মন্তব্য করেন মোদি, জানান, সেই সিদ্ধান্তেই ভবিষ্যতের দেশভাগের বীজ রোপণ করা হয়েছিল৷
advertisement
মোদি বলেন, ‘‘সেই স্তবক বেছে নেওয়ার ঘটনা গানের আত্মা এবং গুরুত্ব হারিয়ে যায়, এই বিভেদের বীজই দেশভাগের দিকে দেশকে এগিয়ে দেয়৷’’ সেই একই বিভেদমূলক মনোভাব এখনও দেশের কাছে ‘চ্যালেঞ্জ’ বলে মনে করেন তিনি৷ প্রসঙ্গত, ১৯৩৭ সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে এই গান থেকে বিশেষ স্তবক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেছে বিজেপি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
November 07, 2025 1:06 PM IST

