হোম /খবর /দেশ /
হাতরস কাণ্ডে সিবিআই তদন্তে নজর রাখবে এলাহাবাদ হাইকোর্ট, নির্দেশ শীর্ষ আদালতের

হাতরস কাণ্ডে সিবিআই তদন্তে নজর রাখবে এলাহাবাদ হাইকোর্ট, নির্দেশ শীর্ষ আদালতের

Photo-File

Photo-File

আবেদনকারীদের বক্তব্য ছিল, যেহেতু এই ঘটনার তদন্তকে প্রভাবিত করার চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে, তাই উত্তর প্রদেশে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: হাতরসে দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের উপরে নজরদারি চালাবে এলাহাবাদ হাইকোর্ট৷ এ দিন এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷

 একটি জনস্বার্থ মামলা ছাড়াও সমাজকর্মী এবং আইনজীবীদের দায়ের করা বেশ কয়েকটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত৷ আবেদনকারীদের বক্তব্য ছিল, যেহেতু এই ঘটনার তদন্তকে প্রভাবিত করার চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে, তাই উত্তর প্রদেশে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়৷ গত ১৫ অগাস্ট এই বিষয়ে রায়দান স্থগিত রেখেছিল আদালত৷

নির্যাতিতার পরিবারের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেন, ঘটনার তদন্ত শেষ হলেই মামলার বিচারপ্রক্রিয়া উত্তর প্রদেশ থেকে রাজধানী দিল্লির কোনও একটি আদালতে স্থানান্তরিত করা হোক৷ গত ১৪ সেপ্টেম্বর হাতরসের গ্রামে ১৯ বছর বয়সি এক দলিত তরুণীকে গণধর্ষণ এবং নির্মম অত্যাচার করে উচ্চবর্ণের চার যুবক৷ গত ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি নির্যাতিতার দেহ পুড়িয়ে দেয় পুলিশ৷ এই ঘটনায় আগাগোড়াই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে হুমকি এবং অসহযোগিতার অভিযোগও তুলেছে নির্যাতিতার পরিবার৷ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সমাজকর্মী এবং আইনজীবী ইন্দিরা জয়সিং-ও উত্তর প্রদেশে নিরপেক্ষ তদন্ত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন৷

যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা পাল্টা আদালতকে জানান, নির্যাতিতার পরিবারকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা নিজেদের হলফনামায় সুপ্রিম কোর্টে জমা দিয়েছে উত্তর প্রদেশ সরকার৷ ইতিমধ্যেই সিবিআই-কে হাতরস কাণ্ডের তদন্তভার তুলে দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার৷ শীর্ষ আদালতের নজরদারিতে তদন্ত হলেও তাদের আপত্তি নেই বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: CBI, Hathras case, Hathras Gang Rape, Supreme Court