Noida Supertech Twin Tower: সময় লাগবে মাত্র ৯ সেকেন্ড, নয়ডার ট্যুইন টাওয়ার উড়িয়ে দেবে আড়াই হাজার কেজি বিস্ফোরক

Last Updated:

বিস্ফোরণ ঘটানোর সময় ট্যুইন টাওয়ারের (Noida supertech twin towers ) সংলগ্ন প্রায় দেড় হাজার পরিবারকেও পাঁচ ঘণ্টার জন্য নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে৷

ভেঙে ফেলা হবে বেআইনি ট্যুইন টাওয়ার৷
ভেঙে ফেলা হবে বেআইনি ট্যুইন টাওয়ার৷
#নয়ডা: চল্লিশ তলার দু' দুটি বহুতল৷ সবমিলিয়ে সাড়ে চল্লিশ লক্ষ বর্গফুট এলাকা৷ এর পুরোটাই গুড়িয়ে দিতে সময় লাগবে মাত্র ৯ সেকেন্ড৷ নয়ডার (Noida) সুপারটেক টুইন টাওয়ারের নির্মাণকে (Suprtech Twin Towers) আগেই বেআইনি বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আগালতের নির্দেশ অনুযায়ী সেক্টর ৯৩এ-তে ওই দু'টি নির্মীয়মাণ বহুতলই ভেঙে ফেলার প্রস্তুতি নিতে শুরু করেছে নয়ডা অথোরিটি৷ সুপ্রিম কোর্টকে তারা জানিয়েছে, আড়াই হাজার কেজি বিস্ফোরক ব্যবহার করেল আগামী ২২ মে ওই বহুতল দু'টি উড়িয় দেওয়া হবে৷
বিস্ফোরণ ঘটানোর সময় ট্যুইন টাওয়ারের (Noida supertech twin towers ) সংলগ্ন প্রায় দেড় হাজার পরিবারকেও পাঁচ ঘণ্টার জন্য নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ এক ঘণ্টার জন্য নয়ডা- গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে যান চলাচলও বন্ধ থাকবে৷ বহুতল দু'টি বিস্ফোরণের মাধ্যমে গুড়িয়ে দিতে দু'টি সংস্থাকে বাছাই করা হয়েছে৷ তার মধ্যে একটি সংস্থা দক্ষিণ আফ্রিকার৷
advertisement
advertisement
যে দু'টি বহুতল ভেঙে ফেলা হচ্ছে, তার মধ্যে একটির উচ্চতা ১০৩ মিটার৷ অন্যটির উচ্চতা ৯৭ মিটার মতো৷ সবমিলিয়ে দুই বহুতলে সাড়ে সাত লক্ষ বর্গফুট বিল্ট আপ এলাকা রয়েছে৷
advertisement
বিস্ফোরণের সময় পাথর বা কংক্রিটের আস্তরণ ছিটকে গিয়ে যাতে নিকটবর্তী কোনও বহুতলের ক্ষতি না হয়, তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ সুপারটেক টুইন টাওয়ারের মাত্র ল৯ মিটারের মধ্যে রয়েছে সুপারটেক এমারেল্ড কোর্ট নামে একটি বহুতল৷ বারো তলার এই বহুতলটিকে রক্ষা করার জন্য তার সামনে স্টিল শিপিং কন্টেইনার সারিবদ্ধ ভাবে রাখা থাকবে৷ আশেপাশের আরও চারটি বহুতলকে বাঁচাতে সেগুলির গায়ে জিওটেক্সটাইল ফেব্রিকের আস্তরণ দিয়ে দেওয়া হবে৷
advertisement
আকাশছোঁয়া দু'টি বহুতল ধ্বংসের পর প্রত্যাশিত ভাবে চারপাশ ধুলোর চাদরে ঢাকা পড়বে৷ যা কাটতে প্রায় চার থেকে দশ মিনিট সময় লাগবে৷ দু'টি বহুতলকে ভাঙার খরচও নির্মাণকারী সংস্থা সুপারটেককেই বহন করতে হবে৷ গত ৩১ অগাস্ট তিন মাসের মধ্যে বহুতল দু'টি ভাঙার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷ দু'টি নির্মাণের মধ্যে ন্যূনতম দূরত্ব না রাখা সহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে সুপারটেক ট্যুইন টাওয়ারের বিরুদ্ধে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Supertech Twin Tower: সময় লাগবে মাত্র ৯ সেকেন্ড, নয়ডার ট্যুইন টাওয়ার উড়িয়ে দেবে আড়াই হাজার কেজি বিস্ফোরক
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement