Noida Supertech Twin Tower: সময় লাগবে মাত্র ৯ সেকেন্ড, নয়ডার ট্যুইন টাওয়ার উড়িয়ে দেবে আড়াই হাজার কেজি বিস্ফোরক

Last Updated:

বিস্ফোরণ ঘটানোর সময় ট্যুইন টাওয়ারের (Noida supertech twin towers ) সংলগ্ন প্রায় দেড় হাজার পরিবারকেও পাঁচ ঘণ্টার জন্য নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে৷

ভেঙে ফেলা হবে বেআইনি ট্যুইন টাওয়ার৷
ভেঙে ফেলা হবে বেআইনি ট্যুইন টাওয়ার৷
#নয়ডা: চল্লিশ তলার দু' দুটি বহুতল৷ সবমিলিয়ে সাড়ে চল্লিশ লক্ষ বর্গফুট এলাকা৷ এর পুরোটাই গুড়িয়ে দিতে সময় লাগবে মাত্র ৯ সেকেন্ড৷ নয়ডার (Noida) সুপারটেক টুইন টাওয়ারের নির্মাণকে (Suprtech Twin Towers) আগেই বেআইনি বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আগালতের নির্দেশ অনুযায়ী সেক্টর ৯৩এ-তে ওই দু'টি নির্মীয়মাণ বহুতলই ভেঙে ফেলার প্রস্তুতি নিতে শুরু করেছে নয়ডা অথোরিটি৷ সুপ্রিম কোর্টকে তারা জানিয়েছে, আড়াই হাজার কেজি বিস্ফোরক ব্যবহার করেল আগামী ২২ মে ওই বহুতল দু'টি উড়িয় দেওয়া হবে৷
বিস্ফোরণ ঘটানোর সময় ট্যুইন টাওয়ারের (Noida supertech twin towers ) সংলগ্ন প্রায় দেড় হাজার পরিবারকেও পাঁচ ঘণ্টার জন্য নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ এক ঘণ্টার জন্য নয়ডা- গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে যান চলাচলও বন্ধ থাকবে৷ বহুতল দু'টি বিস্ফোরণের মাধ্যমে গুড়িয়ে দিতে দু'টি সংস্থাকে বাছাই করা হয়েছে৷ তার মধ্যে একটি সংস্থা দক্ষিণ আফ্রিকার৷
advertisement
advertisement
যে দু'টি বহুতল ভেঙে ফেলা হচ্ছে, তার মধ্যে একটির উচ্চতা ১০৩ মিটার৷ অন্যটির উচ্চতা ৯৭ মিটার মতো৷ সবমিলিয়ে দুই বহুতলে সাড়ে সাত লক্ষ বর্গফুট বিল্ট আপ এলাকা রয়েছে৷
advertisement
বিস্ফোরণের সময় পাথর বা কংক্রিটের আস্তরণ ছিটকে গিয়ে যাতে নিকটবর্তী কোনও বহুতলের ক্ষতি না হয়, তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ সুপারটেক টুইন টাওয়ারের মাত্র ল৯ মিটারের মধ্যে রয়েছে সুপারটেক এমারেল্ড কোর্ট নামে একটি বহুতল৷ বারো তলার এই বহুতলটিকে রক্ষা করার জন্য তার সামনে স্টিল শিপিং কন্টেইনার সারিবদ্ধ ভাবে রাখা থাকবে৷ আশেপাশের আরও চারটি বহুতলকে বাঁচাতে সেগুলির গায়ে জিওটেক্সটাইল ফেব্রিকের আস্তরণ দিয়ে দেওয়া হবে৷
advertisement
আকাশছোঁয়া দু'টি বহুতল ধ্বংসের পর প্রত্যাশিত ভাবে চারপাশ ধুলোর চাদরে ঢাকা পড়বে৷ যা কাটতে প্রায় চার থেকে দশ মিনিট সময় লাগবে৷ দু'টি বহুতলকে ভাঙার খরচও নির্মাণকারী সংস্থা সুপারটেককেই বহন করতে হবে৷ গত ৩১ অগাস্ট তিন মাসের মধ্যে বহুতল দু'টি ভাঙার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷ দু'টি নির্মাণের মধ্যে ন্যূনতম দূরত্ব না রাখা সহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে সুপারটেক ট্যুইন টাওয়ারের বিরুদ্ধে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Supertech Twin Tower: সময় লাগবে মাত্র ৯ সেকেন্ড, নয়ডার ট্যুইন টাওয়ার উড়িয়ে দেবে আড়াই হাজার কেজি বিস্ফোরক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement