Engineers selling Biryani: কর্পোরেট চাকরি ছেড়ে বিরিয়ানি বিক্রি করে বেশি উপার্জন করছেন দুই ইঞ্জিনিয়ার

Last Updated:

Engineers selling Biryani: ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি ছেড়ে তাঁরা বিরিয়ানি বিক্রি করছেন৷ বলছেন, ইঞ্জিনিয়ার হয়ে ৯-৫ টার অফিস করে যা উপার্জন করতেন, তার থেকে এখন তাঁদের উপার্জন অনেক বেশি৷

সোনপথের বিভিন্ন জায়গায় আছে তাঁদের স্টলে
সোনপথের বিভিন্ন জায়গায় আছে তাঁদের স্টলে
সোনপথ : ইঞ্জিনিয়ারিংকে আমাদের দেশে মনে করা হয় নিশ্চিন্ত জীবনের সফল চাবিকাঠি বলে৷ সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরির জন্য কোমর বেঁধে প্রস্তুতি নেন বাবা মায়েরা ৷ কিন্তু চেনা এই ছবির উল্টো পথে হেঁটেছেন হরিয়ানার (Haryana) সোনপথের (Sonepath) দুই তরুণ, রোহিত ও সচিন৷ ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি ছেড়ে তাঁরা বিরিয়ানি বিক্রি করছেন৷ বলছেন, ইঞ্জিনিয়ার হয়ে ৯-৫ টার অফিস করে যা উপার্জন করতেন, তার থেকে এখন তাঁদের উপার্জন অনেক বেশি৷
রোহিত ছিলেন পলিটেকনিক ছাত্র৷ সচিন সম্পূর্ণ করেন বি টেক ডিগ্রি৷ কিন্তু যা বেতন পেতেন, তাতে তাঁরা সন্তুষ্ট ছিলেন না৷ কর্পোরেট চাকরিজীবনে যা অতৃপ্তি ছিল, সেটাও দূর হয়েছে নিজেদের স্বাধীন ব্যবসায়৷ (Engineers selling Biryani)
তাঁদের স্টলে পাওয়া যায় ভেজ বিরিয়ানি৷ হাফ প্লেট ‘অয়েল ফ্রি’ বিরিয়ানির দাম ৫০ টাকা৷ এক প্লেট পাওয়া যায় ৭০ টাকায়৷ সোনপথের বিভিন্ন জায়গায় আছে তাঁদের স্টলে৷ ব্যবসা আরও বাড়ানোর ইচ্ছে আছে তাঁদের৷ তরুণ প্রজন্মের প্রতি তাঁদের পরামর্শ, নিজেদের উদ্যোগেই বেকারত্বের জ্বালা ভেঙে এগিয়ে আসতে হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন : শীতের আমেজ থাকবে? নাকি দোল উৎসবে গরমের মধ্যে খেলতে হবে রং? জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস
তবে কর্পোরেট চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করার ছবি ইদানীং আরও অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে৷ আইআইটি-র প্রাক্তনী এবং ইন্টেল-এর প্রাক্তন কর্মী কিশোর ইন্দুকুরি আমেরিকায় তাঁর চাকরি ছেড়ে দেশে ফিরে ডেয়ারির ব্যবসা শুরু করেছেন৷ মেধাবী কিশোর তার আগে আইআইটি খড়্গপুর থেকে পাশ করে আমেরিকায় ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে এমএ এবং পিএইচডি সম্পূর্ণ করেন৷
advertisement
আরও পড়ুন : অন্তর্বাস, চিরুনি, ব্রাশের মতো এড়িয়ে চলুন অন্যের জুতো মোজাও
৬ বছর ইন্টেলে চাকরি করার পর ২০১২ সালে ভারতে ফিরে তিনি ডেয়ারি ব্যবসা শুরু করেন৷ প্রথমে তাঁর কাছে ছিল ২০ টি গরু৷ ক্রেতাদের দরজায় নিজে পৌঁছে দিতেন টাটকা দুধ৷ এখন তাঁর ব্যবসা বিস্তৃত অনেকটাই৷ প্রতিদিন তিনি ১0 হাজার ক্রেতার কাছে পৌঁছে দেন পরিষেবা৷ বছরে বার্ষিক উপার্জন ছাপিয়ে গিয়েছে ৪০ লক্ষ টাকা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Engineers selling Biryani: কর্পোরেট চাকরি ছেড়ে বিরিয়ানি বিক্রি করে বেশি উপার্জন করছেন দুই ইঞ্জিনিয়ার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement