#নয়াদিল্লি: ২৬ বছরের আইনি যুদ্ধ শেষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৷ শীর্ষ আদালতের রায়ে অসন্তুষ্ট সুন্নি ওয়াকফ বোর্ড ৷ ফের আইনি পথে হাঁটার কথা জানালেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জিলানি ৷ শনিবার পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে অযোধ্যা মামলার রায় ঘোষিত হয় ৷ অযোধ্যার বিতর্কিত জমি রামলালার দাবিতে আইনি সিলমোহর সুপ্রিম কোর্টের ৷
এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় অযোধ্যার ওই বিতর্কিত ২.৭৭ একর শর্তসাপেক্ষে পাবেন হিন্দুরা ৷ যেখানে কেন্দ্রীয় সরকার গঠিত ট্রাস্টের তত্ত্বাবধানে তৈরি হবে রামলালার মন্দির ৷ অন্যদিকে, মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি অযোধ্যাতেই দেওয়ার সিদ্ধান্ত শীর্ষ আদালতের ৷ এই জমি বণ্টনের রূপরেখা তৈরি করবে কেন্দ্র ৷ এই রায়েই সন্তুষ্ট নয় মুসলিমপক্ষ ৷ রায় ঘোষণার পর সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জিলানি বলেন, ‘এই রায় পুনর্বিবেচনার আর্জি জানাব ৷ যেখানে সুপ্রিম কোর্ট নিজেই বলছে, মুসলিম ব্যক্তিরা নমাজ পাঠ করে সেই জায়গাকে মসজিদ মনে করার অধিকার রয়েছে ৷ তাহলে এই রায়ে স্ববিরোধিতা আছে ৷ আমাদের কাছে ৫ একর জমির মূল্য নেই ৷ তবে আমাদের এই রায় মানতে হবে ৷’Zafaryab Jilani, All India Muslim Personal Law Board: We will file a review petition if our committee agrees on it. It is our right and it is in Supreme Court's rules as well. #AyodhyaJudgment https://t.co/ICu8y7fOzI pic.twitter.com/iAoOIcjMTz
— ANI (@ANI) November 9, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayodhya Case, Ayodhya Ram Mandir, Ayodhya Verdict, Babri Masjid Disput, Babri Masjid Verdict, Mandir At Ayodha, Sunni Waqf Board