‘এই রায় পুনর্বিবেচনার আর্জি জানাব’, রায়ে অসন্তুষ্ট সুন্নি ওয়াকফ বোর্ড

Last Updated:

ফের আইনি পথে হাঁটার ইঙ্গিত সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জিলানির ৷

#নয়াদিল্লি: ২৬ বছরের আইনি যুদ্ধ শেষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৷ শীর্ষ আদালতের রায়ে অসন্তুষ্ট সুন্নি ওয়াকফ বোর্ড ৷ ফের আইনি পথে হাঁটার কথা জানালেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জিলানি ৷ শনিবার পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে অযোধ্যা মামলার রায় ঘোষিত হয় ৷ অযোধ্যার বিতর্কিত জমি রামলালার দাবিতে আইনি সিলমোহর সুপ্রিম কোর্টের ৷
এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় অযোধ্যার ওই বিতর্কিত ২.৭৭ একর শর্তসাপেক্ষে পাবেন হিন্দুরা ৷ যেখানে কেন্দ্রীয় সরকার গঠিত ট্রাস্টের তত্ত্বাবধানে তৈরি হবে রামলালার মন্দির ৷ অন্যদিকে, মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি অযোধ্যাতেই দেওয়ার সিদ্ধান্ত শীর্ষ আদালতের ৷ এই জমি বণ্টনের রূপরেখা তৈরি করবে কেন্দ্র ৷ এই রায়েই সন্তুষ্ট নয় মুসলিমপক্ষ ৷ রায় ঘোষণার পর সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জিলানি বলেন, ‘এই রায় পুনর্বিবেচনার আর্জি জানাব ৷ যেখানে সুপ্রিম কোর্ট নিজেই বলছে, মুসলিম ব্যক্তিরা নমাজ পাঠ করে সেই জায়গাকে মসজিদ মনে করার অধিকার রয়েছে ৷ তাহলে এই রায়ে স্ববিরোধিতা আছে ৷ আমাদের কাছে ৫ একর জমির মূল্য নেই ৷ তবে আমাদের এই রায় মানতে হবে ৷’
advertisement
এদিন রায়ের শুরুতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, কারও বিশ্বাস যেন অন্যের অধিকার না হরণ করে৷ সংবিধান সব ধর্মকে সমান অধিকার দিয়েছে৷ তাই মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি অযোধ্যাতেই দেওয়া হবে ৷ উল্লেখ্য, এই বিকল্প জমির পরিমাণ বর্তমান বিতর্কিত জমির দ্বিগুণ ৷
advertisement
‘বিতর্কিত এলাকায় প্রার্থনা করতেন মুসলিমরা ৷ সেই অধিকার কেড়ে নিতে পারি না ৷ জমির মালিকানা প্রমাণ করতে পারেননি মুসলিমরা ৷ বিশ্বাসের উপর নির্ভর করে না আইন ৷’ জানাল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘এই রায় পুনর্বিবেচনার আর্জি জানাব’, রায়ে অসন্তুষ্ট সুন্নি ওয়াকফ বোর্ড
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement