হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর, উপ মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী
- Published by:Suvam Mukherjee
Last Updated:
মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণার পরেই দলকে ধন্যবাদ জানিয়েছেন সুখবিন্দর।
#সিমলা: জল্পনাই সত্যি হল। হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু। তিনি যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন, সূত্র মারফত তা আগেই জানা গিয়েছিল। আগামীকাল অর্থাৎ রবিবার শপথ গ্রহণ করবেন সুখবিন্দর। পাশাপাশি উপ-মু্খ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হয়েছে। মুকেশ অগ্নিহোত্রীকে হিমাচল প্রদেশের নতুন উপ মুখ্যমন্ত্রী করা হয়েছে।
কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে টানটান দিনভর নাটক চলে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও সিমলাতে বৈঠক চলছে কংগ্রেসের। সেখানে কংগ্রেসের জয়ী বিধায়কদের সঙ্গে হাইকম্যান্ডের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। অন্যদিকে, প্রতিভা সিং-এর সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। সূত্রের খবর, ছেলে বিক্রমাদিত্যর জন্য প্রতিভা সিং উপ-মুখ্যমন্ত্রীর পদ দাবি করেছেন। তবে এখনও এ বিষয়ে সবুজ সংকেত মেলেনি বলেই খবর।
advertisement
মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণার পরেই দলকে ধন্যবাদ জানিয়েছেন সুখবিন্দর। তিনি বলেন, "আমি দলের হাইকম্যান্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করব। হিমাচলের মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন। বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। আমাকে কিছু সময় দিন। আমাদের সরকার এমন সিদ্ধান্ত নেবে যে হিমাচলের প্রত্যেক মানুষ এতে উপকৃত হবেন। এখানকার যুবকদের বিরাট সাহায্য হবে।"
advertisement
advertisement
রবিবার বেলা ১১টার দিকে শপথগ্রহণ করবেন সুখবিন্দর সিং। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। সেই ফলে ৬৮ আসনের মধ্যে কংগ্রেস পায় ৪০, বিজেপি পায় ২৫টি আসন।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও কংগ্রেসের মুশকিল হয়ে দাঁড়ায় মুখ্যমন্ত্রী পদের জন্য একাধিক দাবিদার। প্রতিভা সিং-এর সমর্থকরা প্রথম থেকেই প্রচার শুরু করেন। অপরদিকে পিছিয়ে ছিলেন না মুকেশ অগ্নিহোত্রী অনুগামীরাও।
advertisement
এদিন দুপুরের পর থেকেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে। মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিভা সিং নন, বরং পাল্লা ভারী হতে থাকে হিমাচল প্রদেশের বহুদিনের রাজনৈতিক নেতা সুখবিন্দর সিং-এর। এদিন সন্ধ্যাতে দেখা গেল সুখবিন্দরের নামই মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল কংগ্রেস।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 7:23 PM IST

