টেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কথা
- Published by:Uddalak B
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
গৌতম পাল বলেন, কেউ যদি বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, তা হলে চরম পদক্ষেপ করবে প্রশাসন৷
#কলকাতা: পরীক্ষার আগেরদিন সাংবাদিক বৈঠক করে টেট পরীক্ষা বানচালের আশঙ্কা প্রকাশ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ আগামী কাল, রবিবার, ১১ ডিসেম্বর, সারা রাজ্যে প্রায় ৭ লক্ষ পরিক্ষার্থী টেট পরীক্ষা দেবেন৷ তাঁদের পরীক্ষা নিয়েই কড়া সতর্কতা বজায় রাখতে চাইছে প্রশাসন৷
এ দিন সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা প্রশ্ন ফাঁস নিয়ে জিজ্ঞাসা করে গৌতম পাল বলেন, ‘‘আপনারা বুঝলেন কী করে যে প্রশ্নপত্র বেরিয়ে যাবে৷ পরীক্ষা বিধি মেনে আমরা পরীক্ষা গ্রহণ করব৷ আগামিকাল মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দেবেন, ১ হাজার ৪৬০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে৷ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, ফেস স্ক্যানের মাধ্যমে পরীক্ষার্থীদের হাজিরা নেওয়া হবে৷ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন সব বিধি কঠোর ভাবে পালন করা হয়৷’’
advertisement
আরও পড়ুন: 'আমরা ডোবারম্যান, সাদা হাতি, পরাশ্রয়ী নই! সুদীপকে তুমুল আক্রমণ তাপসের, অস্বস্তিতে তৃণমূল
advertisement
আরও পড়ুন: অস্বস্তিতে তৃণমূল, সুদীপ-তাপস দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই
তার পরেই বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করেন গৌতম৷ তিনি বলেন, ‘‘পর্ষদের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চেষ্টা করতে পারেন৷’’ এর পর অবশ্য তিনি জানান, ‘প্রশাসন এই বিষয়ে অবগত আছে, সতর্ক আছে৷ আমরা যদি দেখি কোনও পরীক্ষার্থী বিধি ঠিকমতো না মেনে পরীক্ষা প্রক্রিয়া বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, বা বাইরের কেউ যদি বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, তা হলে চরম পদক্ষেপ করবে প্রশাসন৷’
advertisement
তিনি মনে করিয়ে দেন, এই পরীক্ষাকে সুস্থ ভাবে পরিচালনা করতে সর্বস্তরের সব প্রশাসনিক বিভাগ সতর্ক আছে৷ পর্ষদের সব দিকে নজর থাকবে৷ তিনি বলেন, ‘‘আমরা এখানে সেন্ট্রাল কন্ট্রোল রুম করেছি, সেখান থেকে সরাসরি পরীক্ষাকেন্দ্রগুলিতে কী হচ্ছে, তা আমরা দেখতে পাব৷ কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৭৮৪৩৮৷ সারা দিন এই নম্বর খোলা থাকছে৷
Location :
First Published :
December 10, 2022 5:27 PM IST