Suchana Seth: ‘স্বামী হিংস্র’, ছেলেকে খারাপ করছে! খুনের আগে ঘুম পাড়ানি গান গেয়ে...সূচনা-কাণ্ডে চাঞ্চল্যকর সত্যি এল সামনে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
নিজের সন্তানকে কেন খুন করলেন সূচনা? উত্তর খুঁজতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর সত্য সামনে আসছে।
নিজের চার বছরের সন্তানকে খুন করেছে মা। ৩৯ বছর বয়সী সূচনা শেঠের কাণ্ডে স্তব্ধ গোটা দেশ। একটি সংস্থার সিইও সূচনা কেন করলেন এমন কাজ? নিজের সন্তানকে কেন খুন করলেন সূচনা? উত্তর খুঁজতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর সত্য সামনে আসছে।
অভিযোগ, ৬ জানুয়ারী গোয়ার একটি হোটেলে ছেলেকে হত্যা করেন সূচনা শেঠ। শুক্রবার পুলিশ সূচনাকে ফের সেই হোটেলের ঘরে নিয়ে যায়। ক্রাইম সিন, অর্থাত্ খুনের ঘটনাটির পুনরাবৃত্তি করে দেখানোর জন্য। তদন্তকারী এক অফিসারের কথায়, ‘‘প্রায় আড়াই ঘন্টা ধরে পুরো ক্রাইম সিন ফের তৈরি করা হয়।’’
advertisement
advertisement
তদন্তকারী এক অফিসার জানালেন,‘‘ উনি (সূচনা শেঠ) আমাদের কোথায় ওর ছেলে ঘুমোচ্ছিল, কোথায় উনি স্যুটকেস রেখেছিলেন, কীভাবে উনি ব্যাগে বডি ভরেছিলেন, সবই দেখিয়েছেন।’’ ক্রাইম সিনে উপস্থিত এক ডেটা সায়ান্টিস্ট জানান, সূচনা তাঁর নিজের শিরাও কাটতে চেয়েছিলেন।
জানা গিয়েছে, ঘটনায় একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়েছে। চিঠিটি সূচনা শেঠের লেখা বলেই জানা গিয়েছে। চোখে লাগানোর আইলাইনার দিয়ে লেখা হয়েছে বলেই সূত্রের খবর। জনপ্রিয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই চিঠিতে লেখা ছিল, ‘‘কোর্ট এবং আমার (প্রাক্তন) স্বামী ছেলের কাস্টডির জন্য আমাকে চাপ দিচ্ছে। আমি আর এটা নিতে পারছিনা। আমার স্বামী খুবই উগ্র স্বভাবের। আমার ছেলেকে খারাপ অভ্যাস শেখাচ্ছে। আমি ওর বাবাকে একদিনের কাস্টডিও দিতে চাই না।’’
advertisement
সূচনার হাতের লেখা নমুনা নেওয়া হয়েছে, এবং ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন, ছেলেকে খুন করবার আগে তাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে ছিলেন সূচনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 2:57 PM IST