Vande Bharat Express: ‘টাকা ফেরত দিন’, বন্দেভারতের ‘নোংরা’, ‘দুর্গন্ধযুক্ত’ খাবারের অভিযোগ! ভিডিও ঘিরে শোরগোল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বন্দে ভারতের খাবারকে ‘নোংরা’ এবং ‘দুর্গন্ধযুক্ত’ বলেই অভিযোগ যাত্রীর
দেশ জুড়ে বিভিন্ন রুটে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। দ্রুত পরিষেবার জন্য অন্য ট্রেনের বদলে অনেক যাত্রীই বেছে নিচ্ছেন বন্দে ভারতকে। তবে এবার বন্দে ভারতের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এক যাত্রী। বন্দে ভারতের খাবারকে ‘নোংরা’ এবং ‘দুর্গন্ধযুক্ত’ বলেই দুষলেন তিনি।
বন্দে ভারতের যাত্রী আকাশ কেশরি তাঁর X হ্যান্ডেলে দাবি করেছেন ট্রেনে খারাপ মানের খাবার পরিবেশন করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লি থেকে বারাণসী যাওয়ার পথে দেওয়া হয়েছিল ওই খাবার।
advertisement
ট্রেনে পরিবেশিত ওই খাবারের ভিডিও পোস্ট করে আকাশ কেশরি লেখেন, ‘‘স্যার, আমি ২২৪১৬ এনডিএলএস থেকে বিএসবি পর্যন্ত যাত্রা করছি৷ এখানে যে খাবার পরিবেশন করা হয়েছিল তা হল দুর্গন্ধযুক্ত এবং খুব নোংরা। খাবারের মানও খুবই খারাপ। অনুগ্রহ করে আমার পুরো টাকা ফেরত দিন। এই বিক্রেতারা বন্দে ভারত এক্সপ্রেস ব্র্যান্ডের নাম নষ্ট করছে।’’
advertisement
@indianrailway__ @AshwiniVaishnaw @VandeBharatExp Hi sir I am in journey with 22416 from NDLS to BSB. Food that was served now is smelling and very dirty food quality. Kindly refund my all the money.. These vendor are spoiling the brand name of Vande Bharat express . pic.twitter.com/QFPWYIkk2k
— Akash Keshari (@akash24188) January 6, 2024
advertisement
পোস্টটিতে আকাশ কেশরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং এবং বন্দে ভারত এক্সপ্রেসকেও ট্যাগ করেছেন। একটি ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন যাত্রী ট্রেনের কর্মীদের খাবারের ট্রে সরিয়ে নিতে বলছেন। একটি দ্বিতীয় ক্লিপে টিনের ফয়েল প্যাকেজিংয়ে পরিবেশিত খাবারের ক্লোজ-আপ দেখানো হয়েছে।
আকাশ কেশরির জানানো অভিযোগ ক্ষতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এমনটাই জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। একটি লিঙ্কের মাধ্যমে তাঁর অগ্রগতি ট্র্যাক করার সমস্ত নির্দেশাবলী-সহ কেশারীকে একটি অভিযোগ নম্বরও দেওয়া হয়েছিল। রেলওয়ে কর্তৃপক্ষের সহায়তার জন্য আকাশ কেশারিকে তার পিএনআর এবং মোবাইল নম্বর সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে শেয়ার করার অনুরোধ জানান হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 9:47 PM IST