Chattisgarh: ক্লাসরুমে বসেই বিয়ারে চুমুক! স্কুলে জন্মদিন পালন ছাত্রীদের, কাণ্ড দেখে অবাক সকলে!

Last Updated:

ইতিমধ্যেই, সূত্রের খবর ভিডিওটি ২৯ জুলাইয়ের। ভিডিওতে দেখা গিয়েছে একটি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের কোনও ছাত্রী বিয়ার এবং নরম পানীয় খাচ্ছেন। স্কুলটি মাটসুরা এলাকার, ভাটচুরা গ্রামের। এই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাসরুমে বসেই আমোদে বিয়ারে চুমুক দিচ্ছেন ওই স্কুলছাত্রী। বিলাসপুরের জেলা শিক্ষা আধিকারিক টি আর সাহু ঘটনার কথা স্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রায়পুর: ক্লাসরুমে বসে বিয়ারে চুমুক দিচ্ছেন এক ছাত্রী! এমনই চাঞ্চল্যকর দৃশ্য সামনে এসেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলাতে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়েছে। ঘটনা সামনে আসতেই তদন্ত শুরু করেছে ছত্তিশগড় প্রশাসন।
ইতিমধ্যেই, সূত্রের খবর ভিডিওটি ২৯ জুলাইয়ের। ভিডিওতে দেখা গিয়েছে একটি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের কোনও ছাত্রী বিয়ার এবং নরম পানীয় খাচ্ছেন। স্কুলটি মাটসুরা এলাকার, ভাটচুরা গ্রামের।
এই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাসরুমে বসেই আমোদে বিয়ারে চুমুক দিচ্ছেন ওই স্কুলছাত্রী। বিলাসপুরের জেলা শিক্ষা আধিকারিক টি আর সাহু ঘটনার কথা স্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
ইতিমধ্যেই একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার এই ঘটনায় জড়িত পড়ুয়াদের জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, তদন্ত কমিটির সদস্যদের ওই পড়ুয়া জানিয়েছে মূলত আনন্দ করার জন্যই ওই বিয়ার খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছিল বলে জানিয়েছে তাঁরা।
advertisement
সূত্রের খবর, ক্লাসেরই এক পড়ুয়ার জন্মদিন পালন করা হচ্ছিল গত ২৯ জুলাই। সেই সময়েই এই কাণ্ড ঘটায় তাঁরা। ক্লাসরুমে বসে বিয়ার খাওয়ার ভিডিও আনন্দের জন্য তোলা হলেও পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে আর তারপরেই তা রীতিমত ভাইরাল হয়ে পড়ে। কুকীর্তি ফাঁস হতেই বিপাকে পড়েছে ওই অভিযুক্ত পড়ুয়ারা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chattisgarh: ক্লাসরুমে বসেই বিয়ারে চুমুক! স্কুলে জন্মদিন পালন ছাত্রীদের, কাণ্ড দেখে অবাক সকলে!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement