Chattisgarh: ক্লাসরুমে বসেই বিয়ারে চুমুক! স্কুলে জন্মদিন পালন ছাত্রীদের, কাণ্ড দেখে অবাক সকলে!
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই, সূত্রের খবর ভিডিওটি ২৯ জুলাইয়ের। ভিডিওতে দেখা গিয়েছে একটি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের কোনও ছাত্রী বিয়ার এবং নরম পানীয় খাচ্ছেন। স্কুলটি মাটসুরা এলাকার, ভাটচুরা গ্রামের। এই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাসরুমে বসেই আমোদে বিয়ারে চুমুক দিচ্ছেন ওই স্কুলছাত্রী। বিলাসপুরের জেলা শিক্ষা আধিকারিক টি আর সাহু ঘটনার কথা স্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছেন।
রায়পুর: ক্লাসরুমে বসে বিয়ারে চুমুক দিচ্ছেন এক ছাত্রী! এমনই চাঞ্চল্যকর দৃশ্য সামনে এসেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলাতে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়েছে। ঘটনা সামনে আসতেই তদন্ত শুরু করেছে ছত্তিশগড় প্রশাসন।
ইতিমধ্যেই, সূত্রের খবর ভিডিওটি ২৯ জুলাইয়ের। ভিডিওতে দেখা গিয়েছে একটি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের কোনও ছাত্রী বিয়ার এবং নরম পানীয় খাচ্ছেন। স্কুলটি মাটসুরা এলাকার, ভাটচুরা গ্রামের।
এই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাসরুমে বসেই আমোদে বিয়ারে চুমুক দিচ্ছেন ওই স্কুলছাত্রী। বিলাসপুরের জেলা শিক্ষা আধিকারিক টি আর সাহু ঘটনার কথা স্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছেন।
advertisement
advertisement
बिलासपुर जिले के ग्राम भटचौरा के शासकीय स्कूल में बीयर पार्टी का ये फोटो खूब वायरल हो रहा है. क्लास रूम में छात्राएं बीयर पी रही हैं.
ये तस्वीर कई सवाल खड़े कर रहा है कि कहा से कौन लाया बीयर? बीयर पार्टी के वक्त शिक्षक कहा थे?#Chhattisgarh #Bilaspur pic.twitter.com/6TmMyOBeLA
— 𝐒𝐮𝐫𝐲𝐚 𝐏𝐫𝐚𝐤𝐚𝐬𝐡 𝐒𝐮𝐫𝐲𝐚𝐤𝐚𝐧𝐭 (@SPsuryakant) September 10, 2024
advertisement
ইতিমধ্যেই একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার এই ঘটনায় জড়িত পড়ুয়াদের জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, তদন্ত কমিটির সদস্যদের ওই পড়ুয়া জানিয়েছে মূলত আনন্দ করার জন্যই ওই বিয়ার খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছিল বলে জানিয়েছে তাঁরা।
advertisement
সূত্রের খবর, ক্লাসেরই এক পড়ুয়ার জন্মদিন পালন করা হচ্ছিল গত ২৯ জুলাই। সেই সময়েই এই কাণ্ড ঘটায় তাঁরা। ক্লাসরুমে বসে বিয়ার খাওয়ার ভিডিও আনন্দের জন্য তোলা হলেও পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে আর তারপরেই তা রীতিমত ভাইরাল হয়ে পড়ে। কুকীর্তি ফাঁস হতেই বিপাকে পড়েছে ওই অভিযুক্ত পড়ুয়ারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 10, 2024 7:08 PM IST