Amit Shah on Cyber Crime : সাইবার ক্রাইম রুখতে আরও কঠোর ভারত সরকার, নেওয়া হচ্ছে এই বিশেষ ব্যবস্থা

Last Updated:

Amit Shah on cyber crime : সাইবার ক্রাইম রুখতে কঠোর ভারত, অপরাধ রুখতে পাঁচ বছরে ৫০০০ হাজার কমান্ডোকে বিশেষ প্রতিক্ষণ

সাইবার ক্রাইম রুখতে বিশেষ উদ্যোগ শাহের
সাইবার ক্রাইম রুখতে বিশেষ উদ্যোগ শাহের
নয়াদিল্লি : সাইবার ক্রাইম এখন আর নতুন কোনও ইস্যু নয়৷ দেশে প্রায় প্রত্যেক দিনই কেউ না কেউ এই অনলাইন  অপরাধের শিকার হচ্ছেন৷  বিষয়টাকে আর হালকাভাবে নিতে নারাজ ভারত সরকার৷
দেশে এবার সাইবার অপরাধের মোকাবেলায় বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় সেটা পরিষ্কার৷ কী করা হচ্ছে? আগামী পাঁচ বছরে ৫ হাজার সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ ও প্রস্তুত করার পরিকল্পনা করা হয়েছে৷ যারা সাইবার ইস্যু সংক্রান্ত সমস্ত সমস্যার দেখভাল করবে৷ এখানেই শেষ নয়,  মঙ্গলবার সাইবার নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অঙ্গ বলে জানিয়েছেন অমিত শাহ।
advertisement
advertisement
নয়াদিল্লিতে I4C বা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের প্রতিষ্ঠা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানেই তিনি বলেছিলেন, সাইবার অপরাধের কোনও নির্দিষ্ট সীমা নেই, আর তাই সমস্ত স্টেকহোল্ডারকে এই বিপদের মোকাবেলা করতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সঙ্গে সবাইকে সাবধানে থাকার পরামর্শও দেন তিনি৷
advertisement
শাহ বলেছেন, “সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের অবশ্যই সাইবার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, কারণ সাইবার নিরাপত্তা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।”
এখানেই শেষ নয়৷ আরও একটি পরিসংখ্য়ানের কথা উল্লেখ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর মতে, বিশ্বের প্রায় ৪৬ শতাংশ ডিজিটাল লেনদেন ভারতে হয়ে থাকে৷ আর তাই সাইবার সিকিউরিটি আরও আঁটোসাটো না হলে দেশকে ভবিষ্যতে বড় সমস্যার মুখেও পড়তে হতে পারে৷
advertisement
শাহ দেশে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য I4C-এর অধীনে চারটি প্ল্যাটফর্মও উদ্বোধন করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah on Cyber Crime : সাইবার ক্রাইম রুখতে আরও কঠোর ভারত সরকার, নেওয়া হচ্ছে এই বিশেষ ব্যবস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement