Amit Shah on Cyber Crime : সাইবার ক্রাইম রুখতে আরও কঠোর ভারত সরকার, নেওয়া হচ্ছে এই বিশেষ ব্যবস্থা
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Amit Shah on cyber crime : সাইবার ক্রাইম রুখতে কঠোর ভারত, অপরাধ রুখতে পাঁচ বছরে ৫০০০ হাজার কমান্ডোকে বিশেষ প্রতিক্ষণ
নয়াদিল্লি : সাইবার ক্রাইম এখন আর নতুন কোনও ইস্যু নয়৷ দেশে প্রায় প্রত্যেক দিনই কেউ না কেউ এই অনলাইন অপরাধের শিকার হচ্ছেন৷ বিষয়টাকে আর হালকাভাবে নিতে নারাজ ভারত সরকার৷
দেশে এবার সাইবার অপরাধের মোকাবেলায় বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় সেটা পরিষ্কার৷ কী করা হচ্ছে? আগামী পাঁচ বছরে ৫ হাজার সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ ও প্রস্তুত করার পরিকল্পনা করা হয়েছে৷ যারা সাইবার ইস্যু সংক্রান্ত সমস্ত সমস্যার দেখভাল করবে৷ এখানেই শেষ নয়, মঙ্গলবার সাইবার নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অঙ্গ বলে জানিয়েছেন অমিত শাহ।
advertisement
আরও পড়ুন : দূরপাল্লার ট্রেনে আপনি একা মহিলাযাত্রী? ভয় পাবেন না! জানুন আপনার সুরক্ষায় থাকা ‘মেরি সহেলী’-কে
advertisement
নয়াদিল্লিতে I4C বা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের প্রতিষ্ঠা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানেই তিনি বলেছিলেন, সাইবার অপরাধের কোনও নির্দিষ্ট সীমা নেই, আর তাই সমস্ত স্টেকহোল্ডারকে এই বিপদের মোকাবেলা করতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সঙ্গে সবাইকে সাবধানে থাকার পরামর্শও দেন তিনি৷
advertisement
শাহ বলেছেন, “সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের অবশ্যই সাইবার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, কারণ সাইবার নিরাপত্তা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।”
এখানেই শেষ নয়৷ আরও একটি পরিসংখ্য়ানের কথা উল্লেখ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর মতে, বিশ্বের প্রায় ৪৬ শতাংশ ডিজিটাল লেনদেন ভারতে হয়ে থাকে৷ আর তাই সাইবার সিকিউরিটি আরও আঁটোসাটো না হলে দেশকে ভবিষ্যতে বড় সমস্যার মুখেও পড়তে হতে পারে৷
advertisement
শাহ দেশে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য I4C-এর অধীনে চারটি প্ল্যাটফর্মও উদ্বোধন করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2024 3:25 PM IST