পাঠানকোটে তল্লাশি অভিযান চলাকালীন ফের চলল গুলি

Last Updated:

পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে তল্লাশি চলাকালীন ফের শোনা গেল গুলির শব্দ ৷ শনিবার ভোররাতে বিমানঘাঁটিতে হামলা চালায় ৬ জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷

#পাঠানকোট: পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে তল্লাশি চলাকালীন ফের শোনা গেল গুলির শব্দ ৷ গুলির শব্দের সঙ্গে সঙ্গেই শোনা যায় বড় ধরনের দুটি বিস্ফোরণ ৷ শনিবার ভোররাতে  বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷
সূত্রের খবর, ভোর সাড়ে তিনটে থেকে সেনা-জঙ্গি লাগাতার গুলির লড়াইয়ের পর মারা যায় চার জঙ্গি ৷ অনুমান, এখনও ৩-৪ জন জঙ্গি বিমানঘাঁটিতে লুকিয়ে রয়েছে ৷ তাঁদের খোঁজেই চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা ৷ তল্লাশি চলাকালীনই সেনা ছাউনির কাছ থেকেই ভেসে আসে গুলির শব্দ ৷ তার কিছুক্ষণ পরেই শোনা যায় দুটি বড় বিস্ফোরণের শব্দ ৷ সম্পূর্ণ এলাকা ঘিরে রেখেছে সেনা ৷ তল্লাশিতে নামানো হয়েছে তিন সেনা হেলিকপ্টার ৷ জঙ্গি দমনে হেলিকপ্টার থেকেও চালানো হচ্ছে গুলি বিমানঘাঁটির ভেতর জীবিত দুই জঙ্গির খোঁজে বিশেষ বাহিনী এবং এনএসজি জওয়ানরা সমস্ত জায়গায় তল্লাশি চালিয়ে দেখছেন ৷ সন্দেহ বিস্ফোরণ অবং গুলি চালিয়েছে জঙ্গিরা ৷ সেখানেই সম্ভবত লুকিয়ে রয়েছে জীবিত জঙ্গিরা ৷ পঞ্জাব পুলিশ সূত্রে খবর, পাঠানকোটে গুরুদ্বার লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছে সন্দেহভাজন জঙ্গিরা ৷
advertisement
পাঞ্জাব পুলিশের এডিজিপি এইচ এস ধিলন জানান, ‘সেনা এবং জঙ্গির গুলির লড়াই বন্ধ হয়েছে। তবে অপারেশন শেষ হলেও তল্লাশি অভিযান জোরকদমে চলছে৷’ পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার জেরে নিরাপত্তাজনিত কারণে আপাতত বন্ধ করা হয়েছে জম্মু-হিমাচল হাইওয়ে ৷ প্রতিটি গাড়ি থামিয়ে পরীক্ষা করা হচ্ছে ৷ পাঞ্জাব পুলিশের সোয়াট বাহিনী তল্লাশি চালাচ্ছে বিমানঘাঁটি ও আশপাশের অঞ্চলে ৷ পাঞ্জাব জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷ বিমান ঘাঁটিতে পৌঁছে গিয়েছে এনআইএ টিম ৷
advertisement
advertisement
অন্যদিকে, বায়ুসেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানঘাঁটিতে থাকা কোনও বিমানের ক্ষতি হয়নি ৷ এই বিমানঘাঁটিতেই ছিল যুদ্ধবিমান মিগ-29 ৷ এছাড়াও ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান ৷জঙ্গি হামলার পরেও সব বিমান সুরক্ষিত রয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটে তল্লাশি অভিযান চলাকালীন ফের চলল গুলি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement