পাঠানকোটে তল্লাশি অভিযান চলাকালীন ফের চলল গুলি

Last Updated:

পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে তল্লাশি চলাকালীন ফের শোনা গেল গুলির শব্দ ৷ শনিবার ভোররাতে বিমানঘাঁটিতে হামলা চালায় ৬ জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷

#পাঠানকোট: পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে তল্লাশি চলাকালীন ফের শোনা গেল গুলির শব্দ ৷ গুলির শব্দের সঙ্গে সঙ্গেই শোনা যায় বড় ধরনের দুটি বিস্ফোরণ ৷ শনিবার ভোররাতে  বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷
সূত্রের খবর, ভোর সাড়ে তিনটে থেকে সেনা-জঙ্গি লাগাতার গুলির লড়াইয়ের পর মারা যায় চার জঙ্গি ৷ অনুমান, এখনও ৩-৪ জন জঙ্গি বিমানঘাঁটিতে লুকিয়ে রয়েছে ৷ তাঁদের খোঁজেই চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা ৷ তল্লাশি চলাকালীনই সেনা ছাউনির কাছ থেকেই ভেসে আসে গুলির শব্দ ৷ তার কিছুক্ষণ পরেই শোনা যায় দুটি বড় বিস্ফোরণের শব্দ ৷ সম্পূর্ণ এলাকা ঘিরে রেখেছে সেনা ৷ তল্লাশিতে নামানো হয়েছে তিন সেনা হেলিকপ্টার ৷ জঙ্গি দমনে হেলিকপ্টার থেকেও চালানো হচ্ছে গুলি বিমানঘাঁটির ভেতর জীবিত দুই জঙ্গির খোঁজে বিশেষ বাহিনী এবং এনএসজি জওয়ানরা সমস্ত জায়গায় তল্লাশি চালিয়ে দেখছেন ৷ সন্দেহ বিস্ফোরণ অবং গুলি চালিয়েছে জঙ্গিরা ৷ সেখানেই সম্ভবত লুকিয়ে রয়েছে জীবিত জঙ্গিরা ৷ পঞ্জাব পুলিশ সূত্রে খবর, পাঠানকোটে গুরুদ্বার লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছে সন্দেহভাজন জঙ্গিরা ৷
advertisement
পাঞ্জাব পুলিশের এডিজিপি এইচ এস ধিলন জানান, ‘সেনা এবং জঙ্গির গুলির লড়াই বন্ধ হয়েছে। তবে অপারেশন শেষ হলেও তল্লাশি অভিযান জোরকদমে চলছে৷’ পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার জেরে নিরাপত্তাজনিত কারণে আপাতত বন্ধ করা হয়েছে জম্মু-হিমাচল হাইওয়ে ৷ প্রতিটি গাড়ি থামিয়ে পরীক্ষা করা হচ্ছে ৷ পাঞ্জাব পুলিশের সোয়াট বাহিনী তল্লাশি চালাচ্ছে বিমানঘাঁটি ও আশপাশের অঞ্চলে ৷ পাঞ্জাব জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷ বিমান ঘাঁটিতে পৌঁছে গিয়েছে এনআইএ টিম ৷
advertisement
advertisement
অন্যদিকে, বায়ুসেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানঘাঁটিতে থাকা কোনও বিমানের ক্ষতি হয়নি ৷ এই বিমানঘাঁটিতেই ছিল যুদ্ধবিমান মিগ-29 ৷ এছাড়াও ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান ৷জঙ্গি হামলার পরেও সব বিমান সুরক্ষিত রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটে তল্লাশি অভিযান চলাকালীন ফের চলল গুলি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement