JNU -র ঘটনায় এবার সরব ক্রীড়াবিদরা, ঘটনার তীব্র নিন্দায় পাঠান, গোতি, জ্বওলারা

Last Updated:

জেএনইউ -র ঘটনায় শিহরিত সকলেই৷৷৷

#কলকাতা: দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় প্রতিবাদে মুখর গোটা দেশ ৷ শিক্ষাঙ্গনে এই ধরণের ঘটনা নক্কারজনক এমনটা জানিয়েছে সকলেই ৷ গৌতম গম্ভীর থেকে ইরফান পাঠান ভারতীয় দলের প্রাক্তন সদস্যরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য জানিয়েছেন ৷ পাশাপাশি ট্যুইট করেছেন রোহন বোপন্না ও জ্বওলা গুট্টা ৷
advertisement
advertisement
নিজের ট্যুইটে গৌতম গম্ভীর যা বলেছেন তা হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা হয়েছে তা আমাদের দেশের ঐতিহ্যের বিরোধী ৷ কোনও আইডোলজি ও মানসিকতা থেকে হয় জানি না, এভাবে পড়ুয়াদের টার্গেট করা উচিত নয়৷ এইধরণের কাজ যারা করেছেন তাদের কঠিনতম শাস্তি হওয়া উচিত ৷ এই গুন্ডারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলো কী করে তা দেখা উচিত ৷
advertisement
ইরফান পাঠান বলেছেন, জেএনইউ তে যা ঘটনা ঘটেছে তা রোজকার ঘটনা নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পড়ুয়াদের ওপর হামলা, যতটা ভঙ্গুর হওয়া সম্ভব ততটাই ভঙ্গুর হয়েছে পরিস্থিতি ৷ বিশ্ববিদ্যালয়ে অস্ত্রশস্ত্র নিয়ে মানুষ ঢুকে পড়ছে ৷ এটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে ৷ ’
advertisement
advertisement
রোহন বোপন্না বলেছেন , যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর ও নক্কারজনক৷ জ্বওলা গুট্টা এর আগেও বিভিন্ন বিতর্কিত ইস্যুতে নিজের স্পষ্ট মতামত ব্যক্ত করা থেকে দূরে সরে থাকেননি এবারেও তিনি ট্যুইটারে বিস্ফোরক৷ তিনি বলেছেন তাঁরা ক্রীড়াবিদ বিশ্বমঞ্চে তাঁরা ভারতের প্রতিনিধিত্ব করেন ৷ সেখানে এরকম ঘটনা ,যেখানে শিক্ষাঙ্গনে গুণ্ডারা ঢুকে পড়ুয়াদের ওপর হামলা চালাচ্ছে, এটা তাবড় ক্রীড়াব্যক্তিত্বদের নিজেদের মত প্রকাশ করার সময় ৷
advertisement
advertisement
সঞ্জয় মঞ্জরেকর আবার ভারতের শতাব্দী প্রাচীন ধর্মনিরপেক্ষ মতের হয়ে সওয়াল করেছেন ৷ বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারিও এই বিষয়টিকে লজ্জাজনক বলেছেন ৷
সব মিলিয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছেন সকলেই , বাদ নেই ক্রীড়াব্যক্তিত্বরাও ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
JNU -র ঘটনায় এবার সরব ক্রীড়াবিদরা, ঘটনার তীব্র নিন্দায় পাঠান, গোতি, জ্বওলারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement