JNU -র ঘটনায় এবার সরব ক্রীড়াবিদরা, ঘটনার তীব্র নিন্দায় পাঠান, গোতি, জ্বওলারা

Last Updated:

জেএনইউ -র ঘটনায় শিহরিত সকলেই৷৷৷

#কলকাতা: দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় প্রতিবাদে মুখর গোটা দেশ ৷ শিক্ষাঙ্গনে এই ধরণের ঘটনা নক্কারজনক এমনটা জানিয়েছে সকলেই ৷ গৌতম গম্ভীর থেকে ইরফান পাঠান ভারতীয় দলের প্রাক্তন সদস্যরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য জানিয়েছেন ৷ পাশাপাশি ট্যুইট করেছেন রোহন বোপন্না ও জ্বওলা গুট্টা ৷
advertisement
advertisement
নিজের ট্যুইটে গৌতম গম্ভীর যা বলেছেন তা হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা হয়েছে তা আমাদের দেশের ঐতিহ্যের বিরোধী ৷ কোনও আইডোলজি ও মানসিকতা থেকে হয় জানি না, এভাবে পড়ুয়াদের টার্গেট করা উচিত নয়৷ এইধরণের কাজ যারা করেছেন তাদের কঠিনতম শাস্তি হওয়া উচিত ৷ এই গুন্ডারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলো কী করে তা দেখা উচিত ৷
advertisement
ইরফান পাঠান বলেছেন, জেএনইউ তে যা ঘটনা ঘটেছে তা রোজকার ঘটনা নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পড়ুয়াদের ওপর হামলা, যতটা ভঙ্গুর হওয়া সম্ভব ততটাই ভঙ্গুর হয়েছে পরিস্থিতি ৷ বিশ্ববিদ্যালয়ে অস্ত্রশস্ত্র নিয়ে মানুষ ঢুকে পড়ছে ৷ এটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে ৷ ’
advertisement
advertisement
রোহন বোপন্না বলেছেন , যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর ও নক্কারজনক৷ জ্বওলা গুট্টা এর আগেও বিভিন্ন বিতর্কিত ইস্যুতে নিজের স্পষ্ট মতামত ব্যক্ত করা থেকে দূরে সরে থাকেননি এবারেও তিনি ট্যুইটারে বিস্ফোরক৷ তিনি বলেছেন তাঁরা ক্রীড়াবিদ বিশ্বমঞ্চে তাঁরা ভারতের প্রতিনিধিত্ব করেন ৷ সেখানে এরকম ঘটনা ,যেখানে শিক্ষাঙ্গনে গুণ্ডারা ঢুকে পড়ুয়াদের ওপর হামলা চালাচ্ছে, এটা তাবড় ক্রীড়াব্যক্তিত্বদের নিজেদের মত প্রকাশ করার সময় ৷
advertisement
advertisement
সঞ্জয় মঞ্জরেকর আবার ভারতের শতাব্দী প্রাচীন ধর্মনিরপেক্ষ মতের হয়ে সওয়াল করেছেন ৷ বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারিও এই বিষয়টিকে লজ্জাজনক বলেছেন ৷
সব মিলিয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছেন সকলেই , বাদ নেই ক্রীড়াব্যক্তিত্বরাও ৷
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
JNU -র ঘটনায় এবার সরব ক্রীড়াবিদরা, ঘটনার তীব্র নিন্দায় পাঠান, গোতি, জ্বওলারা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement