SSKM: বিরাট খবর! এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকের জন্য নতুন স্ট্রেচার, কী থাকছে এখানে?
- Published by:Rachana Majumder
- Written by:Onkar Sarkar
Last Updated:
উডবার্ন ব্লকের কেবিনে ভর্তি থাকা রোগীদের জন্য শুরু হল পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত স্ট্রেচার গাড়ি।
ওঙ্কার সরকার, কলকাতা : রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এস এস কে এম হাসপাতালের উডবার্ন ব্লকের রোগীদের জন্য নয়া ব্যবস্থা। এবার ব্যাটারি চালিত স্ট্রেচার পরিষেবা চালু করা হলো উডবার্নে ভর্তি থাকা রোগীদের জন্য। পরিষেবা ঠিক করে চললে আগামী দিনে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগীদের জন্যও চালু করা হতে পারে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত স্ট্রেচার গাড়ি। আর তার থেকে উপকৃত হতে পারবেন এস এস কে এম হাসপাতালে চিকিৎসা করাতে আসা হাজারো রোগী থেকে রোগীর আত্মীয় সকলেই।
এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসা করা হয়। সাধারণ রোগীদের জন্য অল্প পয়সার বিনিময়ে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মেলে এই হাসপাতালের উডবার্ন ব্লকে। কিন্তু অনেক ক্ষেত্রেই ছোটখাটো রক্ত পরীক্ষার থেকে রোগীকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য সাধারণ স্ট্রেচারের ব্যবহার করতেই হয়। আর তাতেই ঝড় জল রোদ বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় রোগীদের। পাশাপাশি অধিকাংশ সময়ে স্ট্রেচার ঠেলতে হয় রোগীর আত্মীয়দেরই। স্ট্রেচার নিয়ে এই সমস্যার সমাধান করতেই এবার নতুন পরিকল্পনা এসএসকেএম হাসপাতালের।
advertisement
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের পরই বাংলা নিয়ে বড় প্ল্যান অমিত শাহের! ২৯ তারিখ নিয়ে বিরাট শোরগোল
স্ট্রেচারে এবার নয়া মোড়ক। উডবার্ন ব্লকের কেবিনে ভর্তি থাকা রোগীদের জন্য শুরু হল পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত স্ট্রেচার গাড়ি। আপতকালীন পরিস্থিতিতে যদি রোগীকে দ্রুত হাসপাতালের অন্য কোনও বিভাগে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে এই গাড়ি অনেকাংশেই রোগীর সহায়তা করবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আপাতত একটি ব্যাটারি চালিত স্ট্রেচার গাড়ি চালু করা হয়েছে উডবার্ন ব্লকে ভর্তি থাকা রোগীদের জন্য। সেটি একটি বেসরকারি সংস্থার আর্থিক সহায়তায় কেনা হয়েছে। ঠিক মত ব্যবহার হলে এবং রোগীদের কাজে লাগলে পর্যায়ক্রমে উডবার্ন ব্লকই শুধু নয়। এস এস কে এম হাসপাতালের সাধারণ রোগীদের জন্যও নয়া এই স্ট্রেচার পরিষেবা চালু করা হবে বলে হাসপাতাল সূত্রের খবর।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 6:10 PM IST