#শ্রীনগর: সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের ঘটনার পর থেকে কার্যত স্তব্ধ কাশ্মীর । উপত্যকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য বিশেষ হেল্পলাইন চালু করল শ্রীনগর পুলিশ।
বিশেষ করে জম্মু-কাশ্মীরের যে সব বাসিন্দারা বাইরে থাকেন তাঁদের সাহায্যার্থেই এই হেল্পলাইন চালু করা হয়েছে । ৯৪১৯০২৮২৪২, ৯৪১৯০২৮২৫১- এই দু'টি নম্বরে যোগাযোগ করা যাবে ।ঈদ উপলক্ষ্যে কাশ্মীরে ফিরছেন অনেক ছাত্রছাত্রীরা, তাঁদের জন্য এই হেল্পলাইন চালু করা হয়েছে ।
DC Office #Srinagar has established 2 helplines 9419028242, 9419028251. Residents/Students outside state can contact. Families back home are also using these lines to reach out.
— Shahid Choudhary (@listenshahid) August 8, 2019
এছাড়াও বিশেষ ট্রেন চালুও করেছে শ্রীনগর প্রশাসন । উদমপুর ও জম্মু থেকেও চলবে বিশেষ ট্রেন । এছাড়া, অতিরিক্ত বাসও চালু করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে ।
গতকালই জম্মু, কাশ্মীর ও লাদাখ থেকে ৩০০ গাড়ি চলাচল করেছে ।
রবিবার থেকেই উপত্যকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন । মোবাইল নেটওয়ার্ক, ল্যান্ডলাইন ও ইন্টারনেট সংযোগও বন্ধ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Article 370, Helpline, Jammu And Kashmir, Srinagar