‘খাঁকি রঙের অন্তর্বাস পরেন জয়াপ্রদা’, বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে সপা নেতা

Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের লড়াই শুরু হয়ে গিয়েছে ৷ তবে, এখনও নির্বাচনী প্রচারে চলছে কাদা ছোঁড়াছুঁড়ির লড়াই ৷ সেই মাত্রা ছাড়িয়ে যেতেই এবার বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের সপা নেতা আজম খান ৷ বিজেপি প্রার্থী জয়াপ্রদাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে পড়লেন তিনি ৷ এফআইআর দায়ের করা হয়েছে আজম খানের বিরুদ্ধে ৷
রবিবার রামপুরে একটি জনসভা করে সমাজবাদি পার্টি ৷ জনসভায় উপস্থিত ছিলেন অখিলেশ যাদব-সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব ৷ সেই সভা থেকেই সপা নেতা আজম খান বলেন, ‘জয়াপ্রদাকে রামপুরের মানুষের সঙ্গে আমিই পরিচয় করিয়ে দিয়েছিলাম ৷ কাউকে চিনতে সাধারণত ১৭ বছর সময় লাগে ৷ কিন্তু আমি ১৭ দিনেই বুঝে গিয়েছিলাম যে ওঁর অন্তর্বাসের রং খাকি ৷’
advertisement
এই মন্তব্যের পরই রাজনৈতিক বিবাদ চরমে পৌঁছায় ৷ আসরে নেমে পড়েছে বিজেপি ৷ আজম খানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ এই প্রসঙ্গে আজম খান জানিয়েছেন, ‘আমি কাউকে অপমান করিনি ৷ কারোওর নামও নিইনি ৷ যদি আমাকে দোষী প্রমাণিত করা যায় ৷ তাহলে নির্বাচনে আমি লড়ব না ৷ এই ঘটনায় আমি খুবই ক্ষুব্ধ হয়েছি ৷ সংবাদমাধ্যমই দায়ী এই দেশের ক্ষতির জন্য ৷’
advertisement
advertisement
উত্তরপ্রদেশে এবার বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে সমাজবাদী পার্টি এবং বহুজন পার্টি ৷ রামপুরে এই মহাজোটের প্রার্থীই হলেন আজম খান ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জয়াপ্রদা ৷ রামপুরে সপা দলের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি ৷ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের কিছুদিন আগেই দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন জয়াপ্রদা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘খাঁকি রঙের অন্তর্বাস পরেন জয়াপ্রদা’, বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে সপা নেতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement