‘খাঁকি রঙের অন্তর্বাস পরেন জয়াপ্রদা’, বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে সপা নেতা

Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের লড়াই শুরু হয়ে গিয়েছে ৷ তবে, এখনও নির্বাচনী প্রচারে চলছে কাদা ছোঁড়াছুঁড়ির লড়াই ৷ সেই মাত্রা ছাড়িয়ে যেতেই এবার বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের সপা নেতা আজম খান ৷ বিজেপি প্রার্থী জয়াপ্রদাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে পড়লেন তিনি ৷ এফআইআর দায়ের করা হয়েছে আজম খানের বিরুদ্ধে ৷
রবিবার রামপুরে একটি জনসভা করে সমাজবাদি পার্টি ৷ জনসভায় উপস্থিত ছিলেন অখিলেশ যাদব-সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব ৷ সেই সভা থেকেই সপা নেতা আজম খান বলেন, ‘জয়াপ্রদাকে রামপুরের মানুষের সঙ্গে আমিই পরিচয় করিয়ে দিয়েছিলাম ৷ কাউকে চিনতে সাধারণত ১৭ বছর সময় লাগে ৷ কিন্তু আমি ১৭ দিনেই বুঝে গিয়েছিলাম যে ওঁর অন্তর্বাসের রং খাকি ৷’
advertisement
এই মন্তব্যের পরই রাজনৈতিক বিবাদ চরমে পৌঁছায় ৷ আসরে নেমে পড়েছে বিজেপি ৷ আজম খানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ এই প্রসঙ্গে আজম খান জানিয়েছেন, ‘আমি কাউকে অপমান করিনি ৷ কারোওর নামও নিইনি ৷ যদি আমাকে দোষী প্রমাণিত করা যায় ৷ তাহলে নির্বাচনে আমি লড়ব না ৷ এই ঘটনায় আমি খুবই ক্ষুব্ধ হয়েছি ৷ সংবাদমাধ্যমই দায়ী এই দেশের ক্ষতির জন্য ৷’
advertisement
advertisement
উত্তরপ্রদেশে এবার বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে সমাজবাদী পার্টি এবং বহুজন পার্টি ৷ রামপুরে এই মহাজোটের প্রার্থীই হলেন আজম খান ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জয়াপ্রদা ৷ রামপুরে সপা দলের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি ৷ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের কিছুদিন আগেই দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন জয়াপ্রদা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘খাঁকি রঙের অন্তর্বাস পরেন জয়াপ্রদা’, বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে সপা নেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement