‘খাঁকি রঙের অন্তর্বাস পরেন জয়াপ্রদা’, বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে সপা নেতা

Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের লড়াই শুরু হয়ে গিয়েছে ৷ তবে, এখনও নির্বাচনী প্রচারে চলছে কাদা ছোঁড়াছুঁড়ির লড়াই ৷ সেই মাত্রা ছাড়িয়ে যেতেই এবার বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের সপা নেতা আজম খান ৷ বিজেপি প্রার্থী জয়াপ্রদাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে পড়লেন তিনি ৷ এফআইআর দায়ের করা হয়েছে আজম খানের বিরুদ্ধে ৷
রবিবার রামপুরে একটি জনসভা করে সমাজবাদি পার্টি ৷ জনসভায় উপস্থিত ছিলেন অখিলেশ যাদব-সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব ৷ সেই সভা থেকেই সপা নেতা আজম খান বলেন, ‘জয়াপ্রদাকে রামপুরের মানুষের সঙ্গে আমিই পরিচয় করিয়ে দিয়েছিলাম ৷ কাউকে চিনতে সাধারণত ১৭ বছর সময় লাগে ৷ কিন্তু আমি ১৭ দিনেই বুঝে গিয়েছিলাম যে ওঁর অন্তর্বাসের রং খাকি ৷’
advertisement
এই মন্তব্যের পরই রাজনৈতিক বিবাদ চরমে পৌঁছায় ৷ আসরে নেমে পড়েছে বিজেপি ৷ আজম খানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ এই প্রসঙ্গে আজম খান জানিয়েছেন, ‘আমি কাউকে অপমান করিনি ৷ কারোওর নামও নিইনি ৷ যদি আমাকে দোষী প্রমাণিত করা যায় ৷ তাহলে নির্বাচনে আমি লড়ব না ৷ এই ঘটনায় আমি খুবই ক্ষুব্ধ হয়েছি ৷ সংবাদমাধ্যমই দায়ী এই দেশের ক্ষতির জন্য ৷’
advertisement
advertisement
উত্তরপ্রদেশে এবার বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে সমাজবাদী পার্টি এবং বহুজন পার্টি ৷ রামপুরে এই মহাজোটের প্রার্থীই হলেন আজম খান ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জয়াপ্রদা ৷ রামপুরে সপা দলের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি ৷ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের কিছুদিন আগেই দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন জয়াপ্রদা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘খাঁকি রঙের অন্তর্বাস পরেন জয়াপ্রদা’, বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে সপা নেতা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement