এবার হোম ডেলিভারিতে মিলবে পেট্রোল-ডিজেল

Last Updated:

এবার হোম ডেলিভারিতে মিলবে পেট্রোল-ডিজেল

 #নয়াদিল্লি: আর মাত্র মাস খানেকের প্রতীক্ষা ৷ তারপর থেকে বাড়ি বসেই পেয়ে যাবেন পরিমাণমতো পেট্রোল ও ডিজেল ৷ খবরের কাগজ থেকে পানীয় জল, জামাকাপড় থেকে সবজি-মাছ, পিৎজা-বার্গারের মতো ফাস্টফুডের পর এবার ঘরের দরজায় হাজির গাড়ির জ্বালানিও ৷
শীঘ্রই পেট্রোল-ডিজেলের মতো জ্বালানিতেও হোম ডেলিভারির সুবিধা চালু হতে চলেছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ গ্রাহকদের চাহিদা মতো পেট্রোল ও ডিজেল বাড়িতেই পৌঁছে দেওয়ার সুবিধা চালু করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা ৷
এর জন্য একটি ই-কর্মাস পোর্টাল চালু করা হবে, যেখানে গিয়ে গ্রাহকরা চাহিদা মতো পেট্রোলিয়াম পণ্য বেছে নেবেন ৷ পরিমাণ মতো পেট্রোল ও ডিজেল বুক করার পর তার জন্য নির্দিষ্ট দামও ওই পোর্টালের পেমেন্ট অপশন ব্যবহার করে চুকিয়ে দিতে পারবেন ক্রেতা ৷ এরপর কোন সময়ের মধ্যে কোন ঠিকানায় ক্রেতা ওই পণ্যের ডেলিভারি চান তা নির্দিষ্ট করে দিতে হবে ওই সাইটে ৷ কোম্পানির তরফে নির্ধারিত সময়ের মধ্যেই ক্রেতার পছন্দসই পরিমাণ মতো জ্বালানি তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হবে ৷
advertisement
advertisement
পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়, রাতে বাড়ি ফিরে দেখলেন গাড়ির জ্বালানি শেষের পথে অথচ পরদিন সকালেই বেরতে হবে অফিসে ৷ সাইটে গিয়ে নির্দিষ্ট পরিমাণ জ্বালানির অর্ডার দিলেই সময় মতো পৌঁছে যাবে বাড়ির দরজায় ৷
একইসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, মিনি পেট্রোল পাম্প অন হুইলস চালু করার পরিকল্পনাও রয়েছে ৷ ধরুন একটি আবাসনে তেল ভর্তি ছোট একটি ট্যাঙ্কার বাসিন্দাদের চাহিদামতো পাঠানো হলে সেখান থেকে চার থেকে পাঁচটি SUV গাড়ির ট্যাঙ্কার সম্পূর্ণ ভর্তি করা হবে ৷
advertisement
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং জানিয়েছেন, এই উদ্যোগ অভিনব ৷ এখনও পর্যন্ত এদেশে পেট্রোল-ডিজেল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থা নেই ৷ তবে এই ব্যবস্থা চালু করার আগে তেল পরিবহনের সমস্ত সুরক্ষাজনিত দিকগুলিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি ৷ এই সংক্রান্ত নির্দেশিকা জারি হলেই শুরু হয়ে যাবে পেট্রোল ও ডিজেলের হোম ডেলিভারি ৷ সংস্থা সূত্রে খবর, তবে ডিজেলের চেয়ে পেট্রোল বহন কিঞ্চিৎ ঝুঁকিপূর্ণ বলে প্রথম ধাপে ডিজেল ডেলিভারি দিয়ে শুরু হবে এই ব্যবস্থা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার হোম ডেলিভারিতে মিলবে পেট্রোল-ডিজেল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement