কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পেনশন নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের

Last Updated:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পেনশন নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের

 #নয়াদিল্লি: সপ্তম বেতন কমিশনের প্রস্তাব কার্যকরের পর আরও একবার সরকারি সিদ্ধান্তে হাসি ফুটতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে ৷ অবসরের পর পেনশন চালু করতে ব্যাঙ্কের চক্কর কাটার দিন শেষ ৷ এবার থেকে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন চালু করার জন্য আর ব্যাঙ্কে যেতে হবে না ৷ কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে অবসর নেওয়ার পর পেনশন চালুর ঝক্কি থেকে মুক্তি পেতে চলেছেন প্রবীণ কর্মীরা ৷
প্রধানমন্ত্রী দফতরের অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, এবার থেকে অবসরের দিনই কেন্দ্রীয় সরকারী কর্মীর হাতে তুলে দেওয়া হবে পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও ৷ এর ফলে পেনশন চালু করতে আলাদা করে আর কর্মীদের ব্যাঙ্কে দৌড়াতে হবে না ৷
নির্দেশিকা অনুযায়ী, পেনশন প্রক্রিয়াকে এভাবে দ্রুত চালু করানোর জন্য পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মীর তরফে লিখিত অনুমতি নেওয়া হবে ৷ সেই অনুমতিপত্র পেনশন অ্যাকাউন্টিং অফিসের তরফে ব্যাঙ্কের কাছে পাঠানো হবে ৷ এরপরই ওই কর্মী যাতে অবসরের পরই নির্বিঘ্নে পেনশন পেতে পারেন তার ব্যবস্থা করবে ব্যাঙ্ক ৷
advertisement
advertisement
এই নয়া নির্দেশিকা নিয়ে কেন্দ্র জানিয়েছে, এর আগে বহুক্ষেত্রে পেনশন চালু করতে গিয়ে হয়রানির মুখোমুখি হয়েছেন অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী ৷ কখনও পেনশনার্স কপি হারিয়ে যাওয়ার জন্য অথবা আবার কখনও পেনশনার্স কপি ব্যাঙ্কে পৌঁছতে দেরি হওয়ার কারণে রিটায়ার্ড কর্মীদের পেনশন পেতে দেরি হয় ৷ এই ঝামেলা শেষ করতেই এই নয়া সিদ্ধান্ত ৷ এর ফলে বর্তমানে কর্মরত ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন ৷
advertisement
তবে একইসঙ্গে প্রধানমন্ত্রী দফতরের অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক জানিয়েছে, অবসরের সময় কোনও সরকারি কর্মচারী যদি মনে করেন এভাবে পেনশনার্স কপি না নিয়ে ব্যাঙ্কের মাধ্যমে পেনশন পেমেন্ট অর্ডার সংগ্রহ করা তাঁর পক্ষে সুবিধাজনক, তাহলে তিনি এই সুবিধা নাও নিতে পারেন ৷ সেক্ষেত্রে তাঁকে আগে থেকে কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে হবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পেনশন নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement