Sonia Gandhi: হাসপাতালে সনিয়া গান্ধি! মুম্বইয়ের মেগা মিটিংয়ের পরেই হঠাৎ অসুস্থ কংগ্রেস নেত্রী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sonia Gandhi: ২০২৩ সালে দু দু-বার হাসপাতালে ভর্তি হতে হয় সনিয়াকে। তবে শারীরিক প্রতিকূলতা সত্বেও বিগত দিনে বিরোধীদের জোটে উপস্থিত থেকেছেন সনিয়া।
নয়াদিল্লি : ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। রাজধানী দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, সনিয়ার হাল্কা জ্বর রয়েছে। গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা কংগ্রেসের সংসদীয় নেত্রীর স্বাস্থ্যের গতিবিধি নজরে রাখছেন। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তক মানে স্থিতিশীল বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।
এর আগে চলতি বছরই ১২ জানুয়ারি ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে এই গঙ্গারাম হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সোনিয়া। সে বার পাঁচ দিন ভর্তি থাকার পর ১৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। জ্বর হওয়ার কারণে গত ২ মার্চও হাসপাতালে ভর্তি হয়েছিলেন কংগ্রেস নেত্রী। অতিমারির সময় কোভিডে আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া।
advertisement
advertisement
advertisement
২০২৩ সালে দু দু-বার হাসপাতালে ভর্তি হতে হয় সনিয়াকে। তবে শারীরিক প্রতিকূলতা সত্বেও বিগত দিনে বিরোধীদের জোটে উপস্থিত থেকেছেন সনিয়া। বেঙ্গালুরু পর ৩১ অগস্ট মুম্বইয়ে যে বৈঠক হয় ইন্ডিয়া জোটের, সেখানেও রাহুল গান্ধির সঙ্গে উপস্থিত ছিলেন সনিয়াকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 3:38 PM IST