Sonia Gandhi || Congress: কেমব্রিজে রাহুল, তার মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হল সনিয়াকে
- Published by:Satabdi Adhikary
- Written by:Rajib Chakraborty
Last Updated:
বৃহস্পতিবার থেকেই জ্বরের সমস্যায় ভুগছেন সনিয়া।
নয়াদিল্লি: ফের হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকেরা তাঁকে দেখছেন বলে সূত্রের খবর। গত বৃহস্পতিবার থেকেই জ্বরের সমস্যায় ভুগছেন সনিয়া। সেই কারণেই শুক্রবার তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে, এদিনই কেমব্রিজে বক্তৃতা করার জন্য দেশের বাইরে রয়েছেন ছেলে রাহুল।
সম্প্রতি ছত্তীসগড়ের রায়পুরে কংগ্রেসের প্লেনারি মিটে সনিয়া গান্ধির একটি বক্তব্য ঘিরে জোর শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। সেখানে প্রায় ১৫ হাজার কংগ্রেস নেতাকর্মীর সামনে বক্তৃতা করার সময় সনিয়া বলেন, "ভারত যাত্রার মাধ্যমেই আমার এই ইনিংস শেষ হচ্ছে। এতেই আমার তৃপ্তি। এই যাত্রা একটা নতুন টার্নিং পয়েন্ট।"
advertisement
advertisement
আরও পড়ুন: সক্রিয় রাজনীতি থেকে কি এবার সন্ন্যাস সনিয়ার?
সনিয়ার এ হেন মন্তব্য়ের পরেই প্রশ্ন ওঠে, তবে কি এবার সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন ইন্দিরা গান্ধির বউমা? পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি ময়দানে নামেন কংগ্রেস নেতৃত্ব। জানানো হয়, অবসরগ্রহণের কোনও পরিকল্পনা সনিয়ার নেই। এখনকার মতো আগামিদিনেও কংগ্রেসের মাগদর্শক হিসাবে দায়িত্বপালন করবেন তিনি।
advertisement
দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছেন কংগ্রেসের এই প্রাক্তন সভানেত্রী। মাঝে মাঝেই তাঁকে চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়। মাঝে করোনাতেও আক্রান্ত হয়েছিলেন সনিয়া। সেই সময়ও তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। যদিও, এদিন কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, সনিয়াকে রুটিন চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
March 03, 2023 2:28 PM IST

