কলকাতা: রাজনীতি থেকে কি অবসর নিচ্ছেন সনিয়া গান্ধি? শনিবার কংগ্রেস প্লেনারি মিট-এ তাঁর বক্তৃতাই উস্কে দিয়েছিল জল্পনা! সারা ভারত জুড়ে শোরগোল। তবে কি সামনের লোকসভা নির্বাচন থেকেই সন্ন্যাস সনিয়ার? রায়বরেলীর আসন ছেলে দেবেন মেয়ে প্রিয়ঙ্কা গান্ধি বঢরাকে? প্রশ্ন উঠতে শুরু করে সব মহলে।
পরিস্থিতি সামলাতে অবশেষে রবিবার আসরে নামতে হল কংগ্রেসকে। তড়িঘড়ি দেওয়া হল বিবৃতি। না না, এখনই অবসর নয়, বরং আগামিদিনেও সনিয়া গান্ধি কংগ্রেসের মাগদর্শক হিসাবেই তাঁর দায়িত্বপালন করবেন। জানালেন কংগ্রেসনেত্রী অলকা লাম্বা।
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
এদিন সনিয়ার অবসরের বিষয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে কংগ্রেসের মুখপাত্র অলকা লাম্বা জানান, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর এই মুহূর্তে রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনাই নেই। তিনি আগামিদিনেও কংগ্রেসের প্রতি তাঁর দায়িত্বপালন করে যাবেন।
বর্তমানে ছত্তীসগড়ের রায়পুরে চলছে কংগ্রেসের প্লেনারি মিট। সনিয়া গান্ধি তো বটেই রাহুল, প্রিয়ঙ্কা থেকে শুরু করে কংগ্রেসের ছোটবড় প্রত্যেক নেতাই যোগ দিয়েছেন কংগ্রেসের এই দলীয় কর্মসূচিতে। গত শনিবার সেখানে প্রায় ১৫ হাজার কংগ্রেস নেতাকর্মীর সামনে বক্তৃতা করেন সনিয়াও। বলেন, "ভারত যাত্রার মাধ্যমেই আমার এই ইনিংস শেষ হচ্ছে। এতেই আমার তৃপ্তি। এই যাত্রা একটা নতুন টার্নিং পয়েন্ট।"
সনিয়ার এহেন মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। তবে কি এবার সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী?
আরও পড়ুন: একসময়ে সোমনাথ-প্রণব পেয়েছিলেন এই সম্মান! এবার কি সেই তালিকায় সুকান্ত?
রবিবার এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সনিয়া অবসর নেবেন কি না, সেটা কংগ্রেসের বিষয়। আমাদের কিছু বলার নেই । ওঁর শরীরও ভাল নয়। তবে সোনিয়াজি অভিভাবকের মতো। সবাইকে নিয়ে যে চলতে হবে এটা উনি বোঝেন। আশা করি, ওঁর পরবর্তী প্রজন্মও বুঝবেন।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।