অসুস্থ মা’কে দেখতে চাকরি ছেড়ে দেশে ফিরলেন ছেলে, কোয়ারেন্টাইনে মিলল মায়ের মৃত্যুর খবর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দুবাইয়ের চাকরিটা ছেড়ে দেশে ফিরেছিলেন অসুস্থ মাকে দেখার আশায়! কিন্তু ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল, পূরণ হল না! দুবাই থেকে ফিরে মাকে দেখতে পেলেন না ৬ বছর আগে সে-দেশে কার্যসূত্রে পাড়ি দেওয়া আমির খান, মিলল মায়ের মৃত্যুর খবর
#নয়াদিল্লি: দুবাইয়ের চাকরিটা ছেড়ে দেশে ফিরেছিলেন অসুস্থ মা’কে দেখার আশায়! কিন্তু ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল, পূরণ হল না! দুবাই থেকে ফিরে মাকে দেখতে পেলেন না ছেলে । ৬ বছর আগে সে-দেশে কার্যসূত্রে পাড়ি দিয়েছিলেন আমির খান, মিলল মায়ের মৃত্যুর খবর!
সদ্য মা হারানো, মানসিকভাবে বিধ্বস্ত আমির জানান, দুবাই থেকে ফিরে নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। সেই সময়েই মায়ের মৃত্যুর খবর পান। রামপুরে মায়ের শেষকৃত্যে পর্যন্ত যোগ দিতে পারলেন না অসহায় ছেলে!
গত বছর লিভার ক্যান্সার ধরা পরে আমিরের মায়ের। ইচ্ছে ছিল মার্চ মাসেই দেশে ফিরে মায়ের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটাবেন। কিন্তু লকডাউনের জেরে বন্ধ ছিল উড়ান। মাস দুই পর লকডাউনে শর্তসাপেক্ষ ছাড় মিলতেই ১৩ মে দুবাই থেকে দিল্লি ফেরেন আমির। সংস্থা ছুটি দিচ্ছিল মাত্র ২০ দিন! কিন্তু মায়ের কাছে যে আরও বেশিদিন থাকবেন... কাজেই নিরুপায় হয়ে চাকরিটাই ছেড়ে দিলেন! কিন্তু জীবনে যে সবকিছু প্ল্যানমাফিক হয় না!
advertisement
advertisement
এয়ারপোর্টে নামার পর একটি বেসরকারি হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয় আমিরকে। ৮ দিনের মাথায় তিনি প্রশাসনিক কর্তাদের অনুরোধ করেন, ছেড়ে দেওয়ার জন্য। প্রশাসনের তরফে জানানো হয়, বিশেষ অনুমতি লাগবে। সেই অনুমতি আসার আগেই আমিরের কাছে এল একটি ফোন, মা চলে গিয়েছেন। আমিরের আফসোস, 'আমি প্রশাসনের কাছে অনুরোধ করি মায়ের শেষকৃত্যের জন্য আমায় ছাড়া হোক, কিন্তু সেই অনুমতিও মিলল না!''
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2020 6:52 PM IST