২০জন AAP বিধায়কের বরখাস্তের সিদ্ধান্ত খারিজ, সাময়িক স্বস্তিতে কেজরিওয়াল সরকার

File Photo

File Photo

সাময়িক স্বস্তিতে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। কুড়ি জন আপ বিধায়ককে বরখাস্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত

  • Last Updated :
  • Share this:

    # নয়াদিল্লি: সাময়িক স্বস্তিতে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। ২০ জন আপ বিধায়ককে বরখাস্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। লাভজনক পদ বিতর্কে অরবিন্দ কেজরিওয়ালের দলের ২০ বিধায়ককে বরখাস্ত করার সুপারিশ করেছিল নির্বাচন কমিশন।

    আরও পড়ুন

    পেনশন কোনও ভর্তুকি নয়, পেনশন অধিকার, আধার সংযুক্তিকরণ নিয়ে মন্তব্য সুপ্রিমকোর্টের

    রাষ্ট্রপতি সেই সুপারিশ অনুমোদন করেন। এদিন নির্বাচন কমিশনকে ওই সুপারিশ পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। আইনি লড়াইয়ে জয়ের পর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের টুইট, সত্যের জয় হল। এটা দিল্লিবাসীর জয়।

    ২১ জন আপ বিধায়ককে পরিষদীয় সচিব পদে বসায় কেজরিওয়াল সরকার। একজন বিধায়ক পদত্যাগ করেন। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস এবং বিজেপি।

    কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বরখাস্ত ৮ বিধায়ক দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই এদিন কমিশনের সুপারিশ খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

    First published:

    Tags: AAP, AAP MLA, Arvind Kejriwal, Delhi, High Court