শেষে কিনা জুতো চুরি করছে সাপ! এই ভিডিও দেখলে আপনিও চমকে যাবেন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Viral: কোথা থেকে এই ভিডিওটি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। কিন্ত এই ভিডিও দেখে হাসির রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
#কলকাতা: জুতো চুরি করছে সাপ। শুনতে অবাক লাগলে বাস্তবে এমনটাই হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে যা দৃশ্য দেখা গিয়েছে, তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন সকলে। ভিডিওতে দেখা যাচ্ছে সাপ মুখে জুতো নিয়ে চলে যাচ্ছে। কোথা থেকে এই ভিডিওটি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। কিন্ত এই ভিডিও দেখে হাসির রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
She's going to beat her kid with it..🩴😅 pic.twitter.com/nd5h6JLwUy
— 𝕐o̴g̴ (@Yoda4ever) November 24, 2022
advertisement
ভিডিওতে দেখা সাপটি বিষধর কিনা জানা যায়নি। ২৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে রাস্তার একপাশ থেকে যাচ্ছিল সাপটি। তার পরে আচমকা রাস্তার পাশে থাকা একটা জুতো মুখে নিয়ে নেয়। এর পরে জুতোটা মুখে নিয়েই চলে যেতে থাকে সাপটি। এমন ভিডিও আগে কখনও কেউ দেখেননি। আর এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসির রোল।
advertisement
নেটিজেনরা ভিডিওটি নিয়ে ট্রোল করছেন। তাঁদের মধ্যে একজন মন্তব্য করেন, সাপটা হয়তো ভেবেছিল কোনও শিকার ধরেছে। কিন্তু আদতে এটা একটা জুতো সেটা বুঝতে পারেনি। তবে সাপটি শেষ পর্যন্ত জুতোটা নিয়ে কী করল, তা এখনও জানা যায়নি। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন পেজ থেকে আপলোড করা হচ্ছে ভিডিওটি। সেই সঙ্গে প্রচুর লাইক এবং কমেন্ট আসছে ভিডিওটি নিয়ে।
advertisement
ভিডিওটি কোন এলাকার এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সতর্ক থাকতে বলেন বিষধরকে নিয়ে। কারণ সাপের ভিডিও করতে গিয়ে আগেও অনেক বিপদ হয়েছে। ফলে এসব ক্ষেত্রে সতর্ক থাকাই সবচেয়ে ভালো।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 2:04 PM IST