Bihar SIR List: বাংলাদেশ, মায়ানমার থেকে লোক ঢুকেছে...এবার ৩ লক্ষ ভোটারের কাছে গেল SIR নোটিস

Last Updated:

ইসিআই-এর তথ্য অনুসারে, এখনও পর্যন্ত মোট ১.৯৬ লক্ষ দাবি এবং আপত্তি গৃহীত হয়েছে। এই দাবি এবং আপত্তিগুলির বেশিরভাগই ব্যক্তি কর্তৃক দাখিল করা হয়েছে, ৮২টি রাজনৈতিক দল আপত্তি দাখিল করেছে, যার মধ্যে তিনটি আরজেডি এবং ৭৯টি সিপিআই (এমএল) কর্তৃক দাখিল করা হয়েছে।

News18
News18
পটনা: সত্যিই ভারতীয়? নাকি…বাংলাদেশ, মায়ানমার আর নেপাল থেকে লোক ঢুকেছে বিহারে৷ সেই সন্দেহে এবার নোটিস গেল বিহারের প্রায় ৩ লক্ষ ভোটারCNN-News18 কে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে যে, বিধানসভা নির্বাচনের আগে বিহারে যে স্পেশাল ইনটেসিভ রিভিশন (SIR) চলছে, তাতে ‘রহস্যময় ভোটার’ হিসাবে নোটিস পেয়েছেন ৩ লক্ষ ভোটার৷ যাঁদের জমা দেওয়া নথিপত্রের মধ্যে সমস্যা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷
advertisement
CNN-News18 কে কমিশনের এক আধিকারিক বলেছেন, ‘‘SIR অনুযায়ী, এই ৩ লক্ষ মানুষ বিহারের খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন৷ যদিও, তাঁদের নথিপত্র খতিয়ে দেখা গিয়েছে, সেখানে গন্ডগোল রয়েছে৷ এরপরে ফিল্ড ভিসিটে দেখা গিয়েছে, এরা হয়ত বাংলাদেশ, মায়ানমার কিংবা নেপাল থেকে এসেছে৷’’
advertisement
advertisement
বিহারের এই ভোটাররা পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, মধুবনি, কিসাণগঞ্জ, পূর্ণিয়া, কাঠিহার, আরারিয়া এবং সুপওলে এই ভোটারদের নিবাস বলে জানা গিয়েছে
বিজেপি নেতারা বারবার সংশয় প্রকাশ করেছেন, বিহারের এই জায়গার সীমান্ত ‘পোরাস’৷ এখান থেকেই বাংলাদেশিমায়ানমারের রোহিঙ্গারা বিহারে ঢোকেন৷
advertisement
নিয়ম কী বলে?
SIR-এর নিয়ম অনুসারে, “ERO/AERO-এর বক্তব্যের আদেশ না দিয়ে, তদন্ত পরিচালনা করে এবং ন্যায্য ও যুক্তিসঙ্গত সুযোগ দেওয়ার পর, ১ অগাস্ট ২০২৫ তারিখে প্রকাশিত খসড়া তালিকা থেকে কোনও নাম বাদ দেওয়া যাবে না।
advertisement
সন্দেহভাজন ভোটারের বিরুদ্ধে আপত্তি দাখিল করা হলে ইসি কর্মকর্তারা সাধারণত তদন্ত করেন। কিন্তু সূত্র জানিয়েছে, যে এই তিন লক্ষ লোকের ক্ষেত্রে, যাচাই-বাছাইয়ে নিজে থেকেই অসঙ্গতি প্রকাশ পেয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, “এই ভোটারদের বেশিরভাগই ২০০৩ সালের ভোটার তালিকার অংশ ছিলেন না। আধার এবং অন্যান্য জমা দেওয়া নথিতে তাদের নাম, ঠিকানা এবং অন্যান্য বিবরণের মিল পাওয়া গেছে৷”
advertisement
ইসিআই-এর তথ্য অনুসারে, এখনও পর্যন্ত মোট ১.৯৬ লক্ষ দাবি এবং আপত্তি গৃহীত হয়েছে। এই দাবি এবং আপত্তিগুলির বেশিরভাগই ব্যক্তি কর্তৃক দাখিল করা হয়েছে, ৮২টি রাজনৈতিক দল আপত্তি দাখিল করেছে, যার মধ্যে তিনটি আরজেডি এবং ৭৯টি সিপিআই (এমএল) কর্তৃক দাখিল করা হয়েছে
advertisement
নির্বাচনী নিবন্ধন কর্মকর্তারা নথিপত্র যাচাই-বাছাই চালিয়ে যাওয়ার সাথে সাথে নোটিস পাঠানোর সংখ্যা আরও বাড়তে পারে। SIR-এর প্রথম ধাপে মোট ৭.২৪ কোটি ভোটার খসড়া তালিকায় স্থান পেয়েছেন এবং ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেতে ভোটারদের ১১টি নির্দিষ্ট নথির মধ্যে একটি জমা দেওয়ার জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে।
SIR-এর প্রথম ধাপে মোট ৭.২৪ কোটি ভোটার খসড়া তালিকায় স্থান পেয়েছেন এবং ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেতে ভোটারদের ১১টি নির্দিষ্ট নথির মধ্যে একটি জমা দেওয়ার জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar SIR List: বাংলাদেশ, মায়ানমার থেকে লোক ঢুকেছে...এবার ৩ লক্ষ ভোটারের কাছে গেল SIR নোটিস
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement