Cloud Burst in Uttarakhand: এবার রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি! মাটির নীচে জীবন্ত আটকে বহু পরিবার..পোস্ট মুখ্যমন্ত্রী ধামির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
চামোলি জেলার শাসরক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির ঘটনায় ২ জন নিখোঁজ, বহু প্রাণীও মাটির নীচে চাপা পড়ে গিয়েছে৷ ভারী বৃষ্টির কারণে এলাকার বহু রাস্তা বন্ধ বলেও জানিয়েছেন তিনি৷
উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের ধরালীর পরে এবার বিপর্যয় নামল রুদ্রপ্রয়াগে৷ মেঘভাঙা বৃষ্টিতে চামোলি জেলা এবং রুদ্রপ্রয়াগে হুড়মুড়িয়ে নেমে এসেছে কাদামাটির স্রোত৷ সেখানে জীবন্ত আটকে বহু পরিবার৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন, স্বয়ং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷
তাঁর পোস্ট অনুযায়ী, চামোলি জেলার বাসকেদার তেহশিলের বারেথ দুঙ্গার টক এলাকার রুদ্রপ্রয়াগ ও দেবল এলাকায় এই বিপর্যয় নেমে এসেছে৷
পাশাপাশি, ধামি এ-ও জানিয়েছেন যে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে৷ পাঠানো হয়েছে ত্রাণ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে বিপর্যয় সচবি এবং সংশ্লিষ্ট জেলার প্রশাসককে৷
advertisement
advertisement
বাসুকেদারের বারেথ তালজামান এলাকার মেঘভাঙা বৃষ্টির ভিডিও ইতিমধ্যেই এসেছে সামনে৷ ধামি তাংর পোস্টে জানিয়েছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলার বাসকেদার তেহশিলের বারেথ দুঙ্গার টক এলাকা ও চামোলি জেলা থেকে খারাপ খবর এসেছে৷ কাদামাটির স্রোত নেমে আসায় তাতে বেশ কিছু পরিবার আটকে পড়েছে বলে জানা গিয়েছে৷’
তিনি লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন সেখানে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে৷ আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে টানা যোগাযোগ রাখছি৷ আমি বাবা কেদারের কাছে সকলের সুস্থতা কামনা করি৷’
advertisement
চামোলি জেলার শাসরক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির ঘটনায় ২ জন নিখোঁজ, বহু প্রাণীও মাটির নীচে চাপা পড়ে গিয়েছে৷ ভারী বৃষ্টির কারণে এলাকার বহু রাস্তা বন্ধ বলেও জানিয়েছেন তিনি৷
advertisement
এই বছর বর্ষা শুরু হওয়ার পর থেকে উত্তরাখণ্ডের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে মেঘ ভাঙা এবং হড়পা বানের খবর পাওয়া গেছে।
গত ২২ আগস্ট উত্তরাখণ্ডের ধরালি গ্রামে প্রায় ২৫০ জন মাটির নীচে চাপা পড়ে মারা গিয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttarakhand (Uttaranchal)
First Published :
August 29, 2025 10:42 AM IST