KK medical history: ছিল না ডায়াবেটিস, ছিল না উচ্চ রক্তচাপ বা অসুস্থতা! কেকে'র প্রাণঘাতী হার্ট অ্যাটাকের নেপথ্যে কী কারণ?

Last Updated:

KK Death Update: ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপেরও কোনও মেডিকেল হিস্ট্রি নেই কেকে’র।

KK Passed Away
KK Passed Away
KK Cardiac Arrest: এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না সঙ্গীত শিল্পী কেকে’র এই অস্বাভাবিক মৃত্যু! ৩১ মে, মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে দাপিয়ে গান গেয়ে বেড়ানো প্রাণোচ্ছ্বল এই শিল্পীর চলে যাওয়ায় স্তব্ধ আপামর সঙ্গীতপ্রেমী। বিশেষ করে, মৃত্যুর কিছুক্ষণ আগেও যে মানুষ গান গেয়ে মাতিয়ে রেখেছিলেন হাজারে হাজারে মানুষকে কী এমন ঘটল যে বাঁচানোর সুযোগটুকুও মিলল না? এই প্রশ্ন ভাবাচ্ছে সকলকেই। KK’র অকাল মৃত্যুর ঘটনায় সবচেয়ে অবাক করা বিষয় হল, এর আগে হৃদরোগের কোনও সম্ভাবনাই দেখা দেয়নি এই শিল্পীর। KK-এর ঘনিষ্ঠ সূত্ররা জানিয়েছেন, যথেষ্ট স্বাস্থ্য সচেতন ছিলেন এই গায়ক এবং এর আগে তাঁর সেভাবে কোনও বিরাট অসুস্থতাও ঘটেনি।
কেকে’র ঘনিষ্ঠ সূত্ররা জানিয়েছে, নিয়মিত যোগব্যায়াম করতেন গায়ক এবং কখনই খুব আজেবাজে খাবারের প্রতি টানও ছিল না তাঁর। সূত্রের খবর, খুবই স্বাস্থ্য সচেতন ছিলেন কেকে। নিজের ফিটনেস বিষয়ে ছিলেন বরাবর সতর্ক। প্রয়াত গায়কের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কেকে কখনই মশলাদার খাবার খেতেন না। নিয়মিত যোগব্যায়াম এবং কঠিন ডায়েটই মেনে চলতেন। ৫০ বছর পেরিয়ে গেলেও স্বাস্থ্য নিয়ে কখনই কোনও অবহেলা করেননি কেকে। ঘনিষ্ঠ ওই সূত্র আরও জানিয়েছে, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপেরও কোনও মেডিকেল হিস্ট্রি নেই কেকে’র।
advertisement
advertisement
মিডিয়ার সঙ্গে বিশেষ যোগাযোগ, সাক্ষাত্কার বা লাইমলাইট থেকে দূরেই থাকতেন কেকে। মৃদুভাষী কেকে ছিলেন বরাবরই ‘ফ্যামিলি ম্যান’। গুরুকুল, ইন্ডিয়ান আইডল জুনিয়র সিজন ২ এবং কোক স্টুডিও সহ নিজের কেরিয়ারে মোট তিনটি রিয়েলিটি শো’এরও অংশ ছিলেন কেকে।
advertisement
বুধবার সকালেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন কেকে’র পরিবার। ময়নাতদন্ত শেষে গায়কের মরদেহ মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে। মৃত্যুর কারণ জানতে কলকাতার এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ধর্মতলার পাঁচতারা হোটেলের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করবে এবং কর্মচারী ও অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গেও কথা বলবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
KK medical history: ছিল না ডায়াবেটিস, ছিল না উচ্চ রক্তচাপ বা অসুস্থতা! কেকে'র প্রাণঘাতী হার্ট অ্যাটাকের নেপথ্যে কী কারণ?
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement