KK CCTV Footage: মৃত্যুর কয়েক মিনিট আগে হোটেলের করিডোরে কী করছিলেন কেকে? ভাইরাল হল সিসিটিভি ফুটেজ!

Last Updated:

KK Death Update: ক্লান্ত বিধ্বস্ত এই জনপ্রিয় গায়ককে গলায় একটি তোয়ালে নিয়ে হাঁটতে দেখা যায় করিডোরে।

Singer KK at Kolkata Hotel
Singer KK at Kolkata Hotel
#কলকাতা: ধর্মতলায় যে পাঁচতারা হোটেলে উঠেছিলেন গায়ক কেকে, ভাইরাল হল সেই হোটেলের সিসিটিভি ফুটেজ! বুকে ব্যথার কথা জানানোর পরেই ওই হোটেল থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তার কিছুক্ষণ আগেই কলকাতার ওই হোটেলের করিডোরে হাঁটতে দেখা যায় কেকে’কে। নজরুল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ভিড়ে আর গরমের মধ্যে টানা কয়েক ঘণ্টা গান গাওয়ার পরে ক্লান্ত বিধ্বস্ত এই জনপ্রিয় গায়ককে গলায় একটি তোয়ালে নিয়ে হাঁটতে দেখা যায় করিডোরে। কনসার্ট চলাকালীন প্রচণ্ড গরমের মধ্যে দরদর করে ঘামতে দেখা গিয়েছিল এই গায়ককে। শারীরিক কষ্টের কথা জানার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান কেকে।
কেকে’র মৃত্যুর কারণ এখনও অজানাই। এসএসকেএম হাসপাতালের তরফে কৃষ্ণকুমার কুন্নথের ময়নাতদন্তের রিপোর্ট জমা করা হবে। আগামিকাল, বৃহস্পতিবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে এই গায়কের।
advertisement
কলকাতায় নজরুল মঞ্চে কনসার্ট শেষে গায়কের আকস্মিক মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানস্থলের আয়োজন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং গায়ককে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আসলে কী ঘটেছিল তা নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
advertisement
কেন্দ্রীয় ভারপ্রাপ্ত কর্মী চন্দন মাইতি জানান, নজরুল মঞ্চ অডিটোরিয়ামে মোট ২ হাজার ৪৮২ জন বসতে পারেন। গতকাল সন্ধ্যেবেলায় ছয়-সাত হাজারের বেশি দর্শক ভিড় করেন। অনুষ্ঠান শুরু হতেই শুরু হয় বিশৃঙ্খলা।
নব্বইয়ের দশকের শেষের দিকে কিশোর, কিশোরী, যুবক যুবতীদের মনে ঝড় তুলেছিলেন কেকে।  ১৯৯৯ সালে কেকে’র প্রথম অ্যালবাম পল ব্যাপক প্রশংসিত হয়েছিল।
বাংলা খবর/ খবর/দেশ/
KK CCTV Footage: মৃত্যুর কয়েক মিনিট আগে হোটেলের করিডোরে কী করছিলেন কেকে? ভাইরাল হল সিসিটিভি ফুটেজ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement