Sonam Raghuvanshi New Picture: বাঁধভাঙ্গা রোম্যান্স! সোনম-রাজের নতুন 'গোপন' ছবি ফাঁস! খুনের পরে এত সেজে কোথায় গিয়েছিলেন দু'জনে? তদন্তে বিরাট মোড়

Last Updated:

Sonam Raghuvanshi News: স্ত্রী সোনম রঘুবংশী ও তাঁর প্রেমিক রাজ কুশওয়াহার নতুন ছবি ফের প্রকাশ্যে। ছবিটি ইনদওরের বিজয়নগর এলাকায় তোলা।

News18
News18
ইনদওরঃ স্ত্রী সোনম রঘুবংশী ও তাঁর প্রেমিক রাজ কুশওয়াহার নতুন ছবি ফের প্রকাশ্যে। ছবিটি ইনদওরের বিজয়নগর এলাকায় তোলা। মেঘালয়-কাণ্ডের বলি রাজা রঘুবংশীর বড় ভাই সচিন রঘুবংশী জানিয়েছেন, সোনম এবং রাজের সব ছবিতেই প্রেম স্পষ্ট দেখা যাচ্ছে।
নতুন ছবিতে সোনম এবং রাজ দু’জনকেই খুশি দেখাচ্ছে। তবে এই ছবি সম্ভবত পুরনো। খুনের পরে এই ছবি তলা নয় বলেই তদন্তে জানতে পেরেছেন আধিকারিকরা। দীপাবলির সময়কার ছবি বলে মনে করছেন জেরার পরে। সোনমকে রুপোলি রঙের শাড়িতে এবং রাজকে গাঢ় বাদামী রঙের কুর্তায় দেখা গিয়েছে। রাজের কপালেও টিকা লাগানো হয়েছে। সোনম-রাজের বহু ছবি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল।
advertisement
আরও পড়ুনঃ বিয়ে হতেই রাজার প্রতি এত ঘৃণা এল কীসে? কেন স্বামীকে নৃশংস খুন? গয়না রাখা হয় কোথায়? জেরায় এবারে বিস্ফোরক সোনম নিজেই
মেঘালয়ের রাজধানী শিলংয়ে রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রঘুবংশীর জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। প্রমাণের ভিত্তিতে পুলিশ সোনম ও রাজ কুশওয়াহা-সহ ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করে। অন্য অভিযুক্তরা হলেন আকাশ রাজপুত, বিশাল চৌহান এবং আনন্দ কুর্মি। গত ৭ জুন গাজিপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সোনম।
advertisement
advertisement
বিয়ের এক মাসের মধ্যেই স্বামীকে খুন, ঘটনাটি সন্দেহজনক হয়ে ওঠে। রাজা রঘুবংশী, তাঁর স্ত্রী সোনমকে নিয়ে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ২ জুন রাজা রঘুবংশীর দেহ খাদে মেলে, কিন্তু সোনমের খোঁজ মিলছিল না। পুলিশ রাজার দেহ হেফাজতে নিয়ে ময়না তদন্তে পাঠায়। এদিকে, গত ৭ জুন উত্তরপ্রদেশের গাজিপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সোনম। এই গোটা ঘটনায় সোনমকে নিয়ে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হল। বর্তমানে রাজা রঘুবংশী হত্যা মামলায় সোনম ও অন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো সত্য জানার চেষ্টা করছে মেঘালয় পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonam Raghuvanshi New Picture: বাঁধভাঙ্গা রোম্যান্স! সোনম-রাজের নতুন 'গোপন' ছবি ফাঁস! খুনের পরে এত সেজে কোথায় গিয়েছিলেন দু'জনে? তদন্তে বিরাট মোড়
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement