সংখ্যালঘু এবং সমাজে অনগ্রসর শ্রেণীর বিপুল ভোটেই কর্ণাটকে জিতবে সিদ্দারমাইয়া

Last Updated:
#বেঙ্গালুরু: সিদ্দারমাইয়ার সঙ্গে ইয়েদুরাপ্পা নয় ৷ কর্ণাটকের লড়াই আজ সিদ্দারমাইয়া বনাম নরেন্দ্র মোদি ৷ আর সেই লড়াইয়ে শেষ হাসি হাসতে চলেছে সিদ্দারমাইয়াই ৷ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাক লগ্নে এমনটাই মত রাজনৈতিক মহলের ৷ আর এই জয়ের নেপথ্যে রয়েছে রাজ্যের সংখ্যালঘু এবং সমাজে পিছিয়ে পড়া অর্থাৎ অনগ্রসর শ্রেণীর বিপুল ভোট ৷
এক্সিট পোলের সমীক্ষা বলছে, কংগ্রেস এবং বিজেপি এই দুই রাজনৈতিক দলের মধ্যেই আজ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ৷ বিজেপি না কংগ্রেস এই দুই দলের মধ্যেই একটি দল রাজ্যের ক্ষমতা পেতে চলেছে ৷ তবে, বিরোধী দল জেডি কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে দাঁড়াতেই পারবে না ৷ সমীক্ষা থেকে এমনটাই তথ্য মিলছে ৷
advertisement
গত ১১ বছর ধরে কখনও বিজেপি এবং আবার কখনও কংগ্রেসের সামনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছে জেডিএস ৷ যদিও ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে জেডিএস টিঁকতে যে পারবে না, সেই আশঙ্কা আগে থেকেই করেছিলেন দেবগৌড়া ৷ তাই মায়াবতীর বিএসপি এবং শরদ পাওয়ারের এনসিপি-র সঙ্গে জোট বেঁধেছিল জেডিএস ৷ যদিও এরপরও জেডিএসকে লড়াইয়ের আওতায় ফেলতেই নারাজ রাহুল গান্ধী ৷ জেডিএস-কে বিজেপির ‘B’ টিম বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি ৷
advertisement
advertisement
অপরদিকে, সিদ্দারমাইয়াকে টেক্কা দিতে কর্ণাটকে বিজেপি দলের হয়ে দাঁড়িয়েছেন ইয়েদুরাপ্পা ৷ তিনিই বিজেপি দলের হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ৷ কিন্তু ইয়েদুরাপ্পাকে হাতিয়ার করেই কর্ণাটক নির্বাচনের লড়াইটা হচ্ছে সিদ্দারমাইয়া বনাম কেন্দ্রের নেতাদের সঙ্গে ৷ তবে, কংগ্রেসকে কর্ণাটকে বিপর্যস্ত করতে কোনও কৌশলই বাকি রাখেনি বিজেপি ৷ একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে ৷ কিন্তু সিদ্দারমাইয়ার জনপ্রিয়তার নিরিখে সেই সমস্ত দুর্নীতি ধোঁপে টেকেনি ৷ দলিত নেতা হয়ে সমাজের লিঙ্গায়ত এবং সংখ্যালঘু গোষ্ঠীর ভোট আদায় তিনি করবেনই ৷ সেই বিষয়ে নিশ্চিত কংগ্রেসের উচ্চপদস্থ নেতা নেত্রীরা ৷ একইসঙ্গে বিজেপি যাতে হিন্দুত্বের ইমেজ নিয়ে ভোট আদায় করতে না পারে ৷ সেই কারণে নির্বাচনের আগে সমস্ত মন্দিরে মন্দিরে ঘুরেও দর্শন করেন সুদক্ষতার সঙ্গে নিরপেক্ষতা বজার রেখেছেন সিদ্দারমাইয়া ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সংখ্যালঘু এবং সমাজে অনগ্রসর শ্রেণীর বিপুল ভোটেই কর্ণাটকে জিতবে সিদ্দারমাইয়া
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement