Show-cause Notice for Serving Cold Tea: মুখ্যমন্ত্রীকে ‘ঠান্ডা চা’ খাওয়ানোর ‘অপরাধ’! সরকারি আধিকারিককে শো-কজ নোটিশ! পরে প্রত্যাহার

Last Updated:

MP Chief Minister Shivraj Chouhan: মধ্যপ্রদেশ সরকারের এক আধিকারিককে ছাতরপুর জেলার খাজুরাহো বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জন্য ‘ঠান্ডা এবং নিম্নমানের চা’-এর বন্দোবস্ত করার অভিযোগে নোটিশ ধরানো হয়

Shivraj Singh Chouhan
Shivraj Singh Chouhan
#ছাতারপুর: মুখ্যমন্ত্রীকে ‘ঠান্ডা চা’ খাওয়ানোর ‘অপরাধে’ সরকারি আধিকারিককে শো-কজ নোটিশ! মধ্যপ্রদেশ সরকারের এক আধিকারিককে ছাতরপুর জেলার খাজুরাহো বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জন্য ‘ঠান্ডা এবং নিম্নমানের চা’-এর বন্দোবস্ত করার অভিযোগে নোটিশ ধরানো হয়, যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর পরিদর্শনের সময় চা ও প্রাতঃরাশের ব্যবস্থা করার দায়িত্ব ছিল জুনিয়র সাপ্লাই অফিসার রাকেশ কানহুয়ার উপর। কেন ঠান্ডা চা খেতে দেওয়া হয়েছে এই অভিযোগে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, জানান রাজনগর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ডিপি দ্বিবেদী।
তবে এই বিজ্ঞপ্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের পরে, ছাতরপুর জেলা কালেক্টর সন্দীপ জিআর ডিপি দ্বিবেদীর দেওয়া শো-কজ নোটিশ বাতিল করেছেন। ডিপি দ্বিবেদী স্পষ্ট করে জানিয়েছেন, রাকেশ কানহুয়ার ব্যবস্থা করা চা এবং প্রাতঃরাশ মুখ্যমন্ত্রীকে পরিবেশনই করা হয়নি কারণ তিনি বিমানবন্দরে থামেননি, কেবল বিমানঘাঁটিতে বিমান পরিবর্তন করেছিলেন।
advertisement
advertisement
পৌর নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে রেওয়ায় যাচ্ছিলেন শিবরাজ সিং চৌহান। “সোমবার সকাল ১১.৩০ টায় খাজুরাহো বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সফরের সময় রাকেশ কানহুয়াকে চা এবং প্রাতঃরাশের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছিল,” বলেন দ্বিবেদী। তখনই দেখা যায় ওই চা ঠান্ডা এবং নিম্নমানের।
“মেনু অনুযায়ী, আপনাকে চা এবং প্রাতঃরাশের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রীকে দেওয়া চায়ের মান অত্যন্ত নিম্ন এবং তা ঠান্ডা পরিবেশন করা হয়েছিল,” এসডিএমের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়, এই ঘটনা জেলা প্রশাসনের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে, ভিভিআইপিদের প্রটোকল সম্পর্কেও প্রশ্ন উত্থাপন করতে পারে।
advertisement
জুনিয়র সাপ্লাই অফিসার রাকেশের থেকে তিন দিনের মধ্যেই এই অব্যবস্থাপনার ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়। এই বিজ্ঞপ্তির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয় এবং সমালোচনার ঝড় ওঠে। তবে পরে আধিকারিকরা জানান, “প্রটোকল লঙ্ঘনের বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি, জুনিয়র সাপ্লাই অফিসারকে কারণ দর্শানোর যে বিজ্ঞপ্তি জারি করা হয় তা বাতিল করা হয়েছে।”
advertisement
অন্যদিকে, মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা এই ঘটনায় সরকারকে খোঁচা দিয়ে বলেন, “মানুষ রেশন নাও পেতে পারে, অ্যাম্বুলেন্স নাও পেতে পারে, তবে মুখ্যমন্ত্রীকে ঠান্ডা চা দেওয়া যাবে না।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Show-cause Notice for Serving Cold Tea: মুখ্যমন্ত্রীকে ‘ঠান্ডা চা’ খাওয়ানোর ‘অপরাধ’! সরকারি আধিকারিককে শো-কজ নোটিশ! পরে প্রত্যাহার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement