Shaktikanta Das: প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে শক্তিকান্ত দাস! গুরুদায়িত্বে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১৮ সাল থেকে ছ বছর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দায়িত্বে ছিলেন শক্তিকান্ত দাস৷ গত প্রায় চার দশক ধরে সরকারি প্রশাসনিক ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই প্রাক্তন আমলার৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব পদে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস৷ বিজ্ঞপ্তি জারি করে শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷
ওই বিজ্ঞপ্তিতে ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব হিসেবে দায়িত্বে থাকবেন শক্তিকান্ত দাসই৷
২০১৮ সাল থেকে ছ বছর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দায়িত্বে ছিলেন শক্তিকান্ত দাস৷ গত প্রায় চার দশক ধরে সরকারি প্রশাসনিক ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই প্রাক্তন আমলার৷ কেন্দ্র এবং রাজ্য সরকারের অধীনে অর্থ, কর, শিল্প এবং পরিকাঠামো ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷
advertisement
advertisement
করোনা অতিমারি পর্বে লকডাউনের সময় যাতে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে না পড়ে, তা নিশ্চি করতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন শক্তিকান্ত দাস৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 10:07 PM IST