Laxman Singh | Bhopal: বাংলার পরে ভোপালেও মর্মান্তিক দৃশ্য! অ্যাম্বুল্যান্স না পেয়ে মেয়ের মৃতদেহ মোটরবাইকে করে বাড়ি ফিরল বাবা

Last Updated:

এমন অবস্থায়, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুল্যান্স পরিষেবা চান লক্ষ্মণ৷ অভিযোগ, তাঁকে হাসপাতালের তরফে জানানো হয়, হাসপাতাল থেকে ১৫ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে অ্যাম্বুল্যান্স দেওয়ার নিয়ম নেই৷ যা ব্যবস্থা করার তাঁদেরই করতে হবে৷

ভোপাল: কদিন আগেই বাংলা দেখেছে সেই ভয়ঙ্কর দৃশ্য৷ এবার মধ্যপ্রদেশের ভোপালেও মর্মান্তিক ঘটনার সাক্ষী এক বাবা৷ অ্যাম্বুল্যান্স পরিষেবা দিতে অস্বীকার করায় মোটরবাইকে করেই নিজের ১৩ বছরের মেয়ের দেহ বাড়ি নিয়ে গেল বাবা৷
লক্ষ্মণ সিং৷ কোটার বাসিন্দা৷ শাহদল শহর থেকে তাঁর গ্রামের দূরত্ব ৭০ কিলোমিটার৷ দীর্ঘদিন ধরেই সিকল সেল অ্যানিমিয়ায় ভুগছিল তাঁর মেয়ে মাধুরী৷ সম্প্রতি সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে, তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়৷ কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি৷ গত সোমবার রাতে হাসপাতালে মৃত্যু হয় বছর তেরোর সেই কিশোরীর৷
আরও পড়ুন: অভিষেকের নবজোয়ারের পাল্টা কি এবার বিজেপি যুব মোর্চার পদযাত্রা! পঞ্চায়েত ঘিরে তাতছে বঙ্গভূম
লক্ষ্ণণ সিং জানান, মেয়ের মৃত্যুর পরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি৷ তারপর ভাবেন, কীভাবে তিনি মেয়ের মরদেহ তাঁর ৭০ কিলোমিটার দূরের গ্রামের বাড়িতে নিয়ে যাবেন৷
advertisement
advertisement
এমন অবস্থায়, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুল্যান্স পরিষেবা চান লক্ষ্মণ৷ অভিযোগ, তাঁকে হাসপাতালের তরফে জানানো হয়, হাসপাতাল থেকে ১৫ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে অ্যাম্বুল্যান্স দেওয়ার নিয়ম নেই৷ যা ব্যবস্থা করার তাঁদেরই করতে হবে৷
কিন্তু, অ্যাম্বুল্যান্স ভাড়া করার মতো পয়সা লক্ষ্মণের ছিল না৷ সেই কারণে এক পরিচিতের মোটরবাইকের পিছনে মেয়ের মৃতদেহ কোলে নিয়েই রওনা দেন লক্ষ্মণ৷
advertisement
জানান, গ্রাম থেকে ২০ কিলোমিটার দূরে তাঁর গাড়ি আটকান শাহদলের কালেক্টর বন্দনা বৈদ্য৷ সেই সময় উনিও গ্রামের দিকেই যাচ্ছিলেন৷ এই ভয়ঙ্কর অবস্থা দেখে তিনিই মৃতদেহ গ্রামে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেন৷
আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা
গোটা ঘটনায় তদন্তে নির্দেশ দিয়েছেন শাহদলের কালেক্টর৷ লক্ষ্মণ সিংয-এর পরিবারকে কিছু আর্থিক সাহায্যও করেছেন তিনি৷
advertisement
কদিন আগেই খানিক এমনই ঘটনার সাক্ষী হয়েছিল পশ্চিমবঙ্গ৷ পাঁচ মাসের মৃত সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুল্যান্স৷ বাধ্য হয়ে মৃত শিশুকে ব্যাগে ভরে বাসে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন কালিয়াগঞ্জের বাসিন্দা অসীম দেবশর্মা৷
রবিবারের সেই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়৷ সরকারের তীব্র সমালোচনায় সরব হন বিরোধীরাও৷ ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ অস্বস্তি এড়াতে অবশ্য পরে কড়া পদক্ষেপ করে নবান্ন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Laxman Singh | Bhopal: বাংলার পরে ভোপালেও মর্মান্তিক দৃশ্য! অ্যাম্বুল্যান্স না পেয়ে মেয়ের মৃতদেহ মোটরবাইকে করে বাড়ি ফিরল বাবা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement