Abhishek Banerjee | bjp: অভিষেকের নবজোয়ারের পাল্টা কি এবার বিজেপি যুব মোর্চার পদযাত্রা! পঞ্চায়েত ঘিরে তাতছে বঙ্গভূম
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
এই পদযাত্রার মাধ্যমে চার দফা লক্ষ্যমাত্রা স্থির করেছে পদ্মশিবির৷ প্রথমত, ঘরে ঘরে পদ্ম বার্তা পৌঁছনো, দ্বিতীয়ত, হাট সভা করা৷ তৃতীয়ত, দেওয়াল লিখন এবং সবশেষ, তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সভার আয়োজন৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর থেকে দক্ষিণে নবজোয়ার যাত্রা শুরু করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার পদযাত্রা কর্মসূচির কথা ঘোষণা করল বিজেপি যুব মোর্চাও৷ পদ্ম শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘প্রথম পর্যায়ে ভারতীয় জনতা যুব মোর্চার গ্রাম সম্পর্কিত অভিযান সফল ভাবে সুসম্পন্ন হয়েছে। এরপর ভারতীয় জনতা যুব মোর্চা দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বে নতুন অভিযান শুরু করবে৷ আর এই অভিযান শুরু হবে জলপাইগুড়ির থেকে। আগামী জুন মাসের মধ্যে সম্পূর্ণ হবে এই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ও। এই পর্বে ৫০ টি বিধানসভা কেন্দ্রের ৫০০টি গ্রামে পৌঁছবে যুব মোর্চা। ’’
বিজেপি সূত্রের খবর, এবারের এই পথযাত্রা পাড়ি দেবে মোট ৫০০০ কিলোমিটার৷ এই কর্মসূচির মাধ্যমে ২০০ টি গ্রামীণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১ হাজারটি গ্রাম পঞ্চায়েতে এবং ৫ হাজারটি গ্রামে পৌঁছবেন যুব মোর্চার কার্যকর্তারা। শুনবেন মানুষের সমস্যার কথা, মনের কথা৷
আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা
জানানো হয়েছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের কমপক্ষে ২৫ কিলোমিটার পথের উপর দিয়ে যাবে বিজেপি যুব মোর্চার এই মিছিল। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যও যুব মোর্চার এই পঞ্চায়েত পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এছাড়াও, থাকবেন দলের বিধায়ক, সাংসদ, এমনকী, কেন্দ্রীয় নেতৃত্ব। ২১ দিন ধরে চলবে এই পদযাত্রা।
advertisement
advertisement
এই পদযাত্রার মাধ্যমে চার দফা লক্ষ্যমাত্রা স্থির করেছে পদ্মশিবির৷ প্রথমত, ঘরে ঘরে পদ্ম বার্তা পৌঁছনো, দ্বিতীয়ত, হাট সভা করা৷ তৃতীয়ত, দেওয়াল লিখন এবং সবশেষ, তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সভার আয়োজন৷
আরও পড়ুন: বাম থেকে তৃণমূল, সব জমানাতেই সক্রিয়, মঙ্গলবারের বিস্ফোরণের পরেই ফেরার! কে এই ভানু বাগ?
গত ২৫ এপ্রিল কোচবিহার থেকেই জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক৷ কোচবিহার, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম হয়ে এখন অভিষেকের নবজোয়ার কর্মসূচি পৌঁছেছে বর্ধমানে৷ এই কর্মসূচিতেই ভোটগ্রহণের মাধ্যমে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
advertisement
তবে কি, অভিষেকের এই কর্মসূচির পাল্টাই এবার এই পদযাত্রার পরিকল্পনা করল বিজেপি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 17, 2023 3:06 PM IST