Himachal Bus Landslide: হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস! বিলাসপুরে বাস চাপা পড়ে মৃত্যু কমপক্ষে ১৮ জনের! চলছে উদ্ধারকাজ
- Published by:Tias Banerjee
একটি বেসরকারি যাত্রীবাহী বাস বিলাসপুর জেলার বল্লু ব্রিজের কাছে যাচ্ছিল, সেই সময় হঠাৎ পাহাড় ধসে পড়ে বিশাল পরিমাণ কাদা ও পাথরের ধ্বংসাবশেষ বাসটির উপর এসে পড়ে। মুহূর্তের মধ্যেই বাসটি চাপা পড়ে যায় ধ্বংসস্তূপের নিচে।
বাসটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে, যদিও সঠিক সংখ্যা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

হিমাচল প্রদেশে ফের ভয়াবহ ভূমিধস। মঙ্গলবার বিলাসপুর জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের।
बिलासपुर ज़िला के झंडूता विधानसभा क्षेत्र के बालूघाट (भल्लू पुल) के पास हुए भीषण भूस्खलन की ख़बर ने मन को भीतर तक झकझोर दिया है।
इस भारी भूस्खलन में एक प्राइवेट बस के चपेट में आने से 10 लोगों के निधन का दु:खद समाचार मिला है और कई अन्य के मलबे में दबे होने की आशंका है। रेस्क्यू… pic.twitter.com/GBZslb36CP— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) October 7, 2025
“বিলাসপুর জেলার ঝান্ডুটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালুঘাট (ভল্লা ব্রিজ)-এর কাছে ভয়াবহ ভূমিধসের খবর আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই ভূমিধসে একটি বেসরকারি বাস ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে, যেখানে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরও কয়েকজন এখনও আটকে রয়েছেন ধ্বংসাবশেষের নীচে। উদ্ধার অভিযান যুদ্ধকালীন তৎপরতায় চলছে।”
“আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং প্রতিটি মুহূর্তে উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে তথ্য পাচ্ছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। শোকগ্রস্ত পরিবারগুলিকে ঈশ্বর শক্তি দিন। এই কঠিন সময়ে আমি সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছি।”