Himachal Bus Landslide: হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস! বিলাসপুরে বাস চাপা পড়ে মৃত্যু কমপক্ষে ১৮ জনের! চলছে উদ্ধারকাজ

Last Updated:

একটি বেসরকারি যাত্রীবাহী বাস বিলাসপুর জেলার বল্লু ব্রিজের কাছে যাচ্ছিল, সেই সময় হঠাৎ পাহাড় ধসে পড়ে বিশাল পরিমাণ কাদা ও পাথরের ধ্বংসাবশেষ বাসটির উপর এসে পড়ে। মুহূর্তের মধ্যেই বাসটি চাপা পড়ে যায় ধ্বংসস্তূপের নিচে।

হিমাচল প্রদেশে ফের ভয়াবহ ভূমিধস। মঙ্গলবার বিলাসপুর জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের।
হিমাচল প্রদেশে ফের ভয়াবহ ভূমিধস। মঙ্গলবার বিলাসপুর জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের।
হিমাচল প্রদেশে ফের ভয়াবহ ভূমিধস। মঙ্গলবার বিলাসপুর জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি যাত্রীবাহী বাস বিলাসপুর জেলার বল্লু ব্রিজের কাছে যাচ্ছিল, সেই সময় হঠাৎ পাহাড় ধসে পড়ে বিশাল পরিমাণ কাদা ও পাথরের ধ্বংসাবশেষ বাসটির উপর এসে পড়ে। মুহূর্তের মধ্যেই বাসটি চাপা পড়ে যায় ধ্বংসস্তূপের নীচে।
প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে, এবং নিখোঁজদের সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায়নি। পুলিশ সূত্রে সিএনএন-নিউজ১৮-কে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, এবং একটি শিশুকন্য -সহ চার জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে
বাসটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে, যদিও সঠিক সংখ্যা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
advertisement
advertisement
Himachal Pradesh landslide, Bilaspur landslide, Himachal bus accident, Himachal Pradesh tragedy, 15 dead in Bilaspur landslide, Ballu Bridge landslide, Himachal natural disaster, Himachal Pradesh news, NDRF rescue Himachal, Himachal heavy rain, Himachal Pradesh latest updates, Himachal bus buried under debris, Himachal hill collapse, India landslide news, Himachal Pradesh death toll, হিমাচল প্রদেশ ভূমিধস, বিলাসপুর ভূমিধস, হিমাচলে বাস দুর্ঘটনা, হিমাচলে মৃত ১৫, বিলাসপুরে বাস চাপা পড়ে মৃত্যু, হিমাচল প্রদেশ খবর, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, হিমাচল প্রদেশ ভূমিধসে মৃত্যু, বল্লু ব্রিজ ভূমিধস, এনডিআরএফ উদ্ধার অভিযান, হিমাচল প্রদেশে প্রাকৃতিক বিপর্যয়, পাহাড় ধস হিমাচল, হিমাচল প্রদেশ তাজা খবর
advertisement
হিমাচল প্রদেশে ফের ভয়াবহ ভূমিধস। মঙ্গলবার বিলাসপুর জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের।
দুর্ঘটনার সময় বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকার্য চলছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এনডিআরএফ ও দমকল বাহিনী।
প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রবল বৃষ্টিপাত ও কাদা জমে থাকায় উদ্ধারকাজে বিপুল সমস্যা তৈরি হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
advertisement
ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা প্রাণপণ চেষ্টা করছেন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য। পাশাপাশি, একাধিক জেসিবি মেশিন ব্যবহার করে মাটি ও পাথরের স্তূপ সরানো হচ্ছে
এই মর্মান্তিক দুর্ঘটনার পর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
advertisement

“বিলাসপুর জেলার ঝান্ডুটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালুঘাট (ভল্লা ব্রিজ)-এর কাছে ভয়াবহ ভূমিধসের খবর আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই ভূমিধসে একটি বেসরকারি বাস ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে, যেখানে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরও কয়েকজন এখনও আটকে রয়েছেন ধ্বংসাবশেষের নীচে। উদ্ধার অভিযান যুদ্ধকালীন তৎপরতায় চলছে।”

advertisement
মুখ্যমন্ত্রী সুক্কু প্রশাসনকে পুরো শক্তি নিয়ে উদ্ধারকার্যে নামার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন,

“আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং প্রতিটি মুহূর্তে উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে তথ্য পাচ্ছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। শোকগ্রস্ত পরিবারগুলিকে ঈশ্বর শক্তি দিন। এই কঠিন সময়ে আমি সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছি।”

বর্তমানে এলাকায় এনডিআরএফ, পুলিশ, দমকল এবং স্থানীয় প্রশাসনের বিশাল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। প্রবল বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা থাকায় উদ্ধারকাজে চরম সমস্যা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Bus Landslide: হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস! বিলাসপুরে বাস চাপা পড়ে মৃত্যু কমপক্ষে ১৮ জনের! চলছে উদ্ধারকাজ
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement