Karnataka Congress MLA Comment on Rape: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক

Last Updated:

Congress MLA remarks about rape: মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিধায়ক কেআর রমেশ কুমার। তিনি ক্ষমা চেয়ে বললেন, ''ভবিষ্যতে শব্দচয়ন নিয়ে সতর্ক থাকব।''

ফাইল ছবি
ফাইল ছবি
#বেঙ্গালুরু: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমা চাইলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক (Congress MLA of Karnataka)। তিনি বলেছিলেন,  'ধর্ষণ যখন অবধারিত, তখন শুয়ে শুয়ে সেটা উপভোগ করাই ভাল!' তার পরেই এই নিয়ে শুরু হয় বিতর্ক। পরে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিধায়ক কেআর রমেশ কুমার। তিনি ক্ষমা চেয়ে বললেন, ''ভবিষ্যতে শব্দচয়ন নিয়ে সতর্ক থাকব।'' বৃহস্পতিবার রাতেই টুইট করে এ কথা জানালেন তিনি।
advertisement
advertisement
বন্যা বিধ্বস্ত কর্ণাটকে (Karnataka) ক্ষয়ক্ষতি বৃহস্পতিবার বিধানসভায় আলোচনা চলছিল৷ নিজেদের বিধানসভা এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলতে চাইছিলেন সব বিধায়কই৷ ফলে সমস্যায় পড়েন স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাজেরি৷ কারণ সন্ধে ছ'টার নির্ধারিত সময়সীমার মধ্যে অধিবেশনের কাজ শেষ করতে চাইছিলেন তিনি৷ অথচ বিধায়করা চাইছিলেন অধিবেশনের কাজ দীর্ঘায়িত হোক৷ কারণ প্রত্যেকেই নিজেদের বিধানসভা এলাকার মানুষের সমস্যার কথা তুলে ধরতে৷
advertisement
তখন স্পিকার বলে ওঠেন, 'আপনারা যা করছেন, চালিয়ে যান। আমার মনে হয় এই পরিস্থিতি উপভোগ করা উচিত। আমি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারব না। আমার শুধু বিধানসভার কাজকর্ম নিয়ে ভাবার দরকার আছে। এই পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা দরকার।'
advertisement
এর পরেই বিতর্কিত মন্তব্য করেন রমেশ কুমার। তিনি বলেন, "দেখুন কথাতেই আছে, যখন ধর্ষণটা অবধারিত তখন শুয়ে পড়ে সেটা উপভোগ করাই ভাল৷ আপনার অবস্থাও সেরকমই৷" সঙ্গে সঙ্গে কেউ কেউ অবাক হয়ে যান, হেসে ওঠেন বিধানসভায় উপস্থিত বিধায়করা। তার পরেই শুরু হয় সমালোচনা। বিজেপি নেতা এস প্রকাশ বলেন, "ভয়ঙ্কর অপমানজনক কথা বলেছেন বিধায়ক। উনি একজন ধারাবাহিক অপরাধী। উনি যখন বিধানসভার স্পিকার ছিলেন, তখনও একই রকমের আচরণ করতেন। এখন আবার সেই একই কাণ্ড ঘটালেন। যে কংগ্রেস বারবার মহিলাদের নিরাপত্তার প্রশ্ন বিধানসভায় তোলে, তাঁদের এই মুহূর্তে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।" বিপুল সমালোচনার পর শুক্রবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক জানান, "যদি কোনও মন্তব্য মহিলাদের আঘাত করে থাকে, তাহলে আমার ক্ষমা চাইতে কোনও আপত্তি নেই। "
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Congress MLA Comment on Rape: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement