#বেঙ্গালুরু: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমা চাইলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক (Congress MLA of Karnataka)। তিনি বলেছিলেন, 'ধর্ষণ যখন অবধারিত, তখন শুয়ে শুয়ে সেটা উপভোগ করাই ভাল!' তার পরেই এই নিয়ে শুরু হয় বিতর্ক। পরে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিধায়ক কেআর রমেশ কুমার। তিনি ক্ষমা চেয়ে বললেন, ''ভবিষ্যতে শব্দচয়ন নিয়ে সতর্ক থাকব।'' বৃহস্পতিবার রাতেই টুইট করে এ কথা জানালেন তিনি।
I would like to express my sincere apologies to everyone for the indifferent and negligent comment I made in today’s assembly about “Rape!” My intention was not trivialise or make light of the heinous crime, but an off the cuff remark! I will choose my words carefully henceforth!
— K. R. Ramesh Kumar (@KRRameshKumar1) December 16, 2021
বন্যা বিধ্বস্ত কর্ণাটকে (Karnataka) ক্ষয়ক্ষতি বৃহস্পতিবার বিধানসভায় আলোচনা চলছিল৷ নিজেদের বিধানসভা এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলতে চাইছিলেন সব বিধায়কই৷ ফলে সমস্যায় পড়েন স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাজেরি৷ কারণ সন্ধে ছ'টার নির্ধারিত সময়সীমার মধ্যে অধিবেশনের কাজ শেষ করতে চাইছিলেন তিনি৷ অথচ বিধায়করা চাইছিলেন অধিবেশনের কাজ দীর্ঘায়িত হোক৷ কারণ প্রত্যেকেই নিজেদের বিধানসভা এলাকার মানুষের সমস্যার কথা তুলে ধরতে৷
আরও পড়ুন: 'ধর্ষণ অবধারিত বুঝলে শুয়ে পড়ে উপভোগ করাই ভালো', বললেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক
তখন স্পিকার বলে ওঠেন, 'আপনারা যা করছেন, চালিয়ে যান। আমার মনে হয় এই পরিস্থিতি উপভোগ করা উচিত। আমি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারব না। আমার শুধু বিধানসভার কাজকর্ম নিয়ে ভাবার দরকার আছে। এই পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা দরকার।'
আরও পড়ুন:মোদিকে সুখে-দুঃখে পাশে পেয়েছে ভুটান, তাই সে দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী
এর পরেই বিতর্কিত মন্তব্য করেন রমেশ কুমার। তিনি বলেন, "দেখুন কথাতেই আছে, যখন ধর্ষণটা অবধারিত তখন শুয়ে পড়ে সেটা উপভোগ করাই ভাল৷ আপনার অবস্থাও সেরকমই৷" সঙ্গে সঙ্গে কেউ কেউ অবাক হয়ে যান, হেসে ওঠেন বিধানসভায় উপস্থিত বিধায়করা। তার পরেই শুরু হয় সমালোচনা। বিজেপি নেতা এস প্রকাশ বলেন, "ভয়ঙ্কর অপমানজনক কথা বলেছেন বিধায়ক। উনি একজন ধারাবাহিক অপরাধী। উনি যখন বিধানসভার স্পিকার ছিলেন, তখনও একই রকমের আচরণ করতেন। এখন আবার সেই একই কাণ্ড ঘটালেন। যে কংগ্রেস বারবার মহিলাদের নিরাপত্তার প্রশ্ন বিধানসভায় তোলে, তাঁদের এই মুহূর্তে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।" বিপুল সমালোচনার পর শুক্রবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক জানান, "যদি কোনও মন্তব্য মহিলাদের আঘাত করে থাকে, তাহলে আমার ক্ষমা চাইতে কোনও আপত্তি নেই। "
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress MLA, Karnataka