Karnataka Congress MLA Comment on Rape: 'ধর্ষণ অবধারিত বুঝলে শুয়ে পড়ে উপভোগ করাই ভালো', বললেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক

Last Updated:

কর্ণাটকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার যথেষ্ট বেশি৷ কর্ণাটক পুলিশের তথ্যই বলছে, ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে রাজ্যে ১১৬৮টি ধর্ষণের অভিযোগ জায়ের হয়েছে (Karnataka Congress MLA Comment on Rape)৷

কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে আর রমেশ কুমার৷
কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে আর রমেশ কুমার৷
#বেঙ্গালুুরু: ধর্ষণ (Rape) নিয়ে অতীতেও বহু নেতা, মন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছেন৷ এবার সেই তালিকায় নাম জুড়ল কর্ণাটকের কংগ্রেস (Congress) বিধায়ক কে আর রমেশ কুমার (KR Ramesh Kumar)৷ কর্ণাটক বিধানসভায় দাঁড়িয়েই তাঁর মন্তব্য, 'ধর্ষণ যখন অবধারিত, তখন শুয়ে শুয়ে সেটা উপভোগ করাই ভাল!'
বন্যা বিধ্বস্ত কর্ণাটকে (Karnataka) ক্ষয়ক্ষতি বৃহস্পতিবার বিধানসভায় আলোচনা চলছিল৷ নিজেদের বিধানসভা এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলতে চাইছিলেন সব বিধায়কই৷ ফলে সমস্যায় পড়েন স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাজেরি৷ কারণ সন্ধে ছ'টার নির্ধারিত সময়সীমার মধ্যে অধিবেশনের কাজ শেষ করতে চাইছিলেন তিনি৷ অথচ বিধায়করা চাইছিলেন অধিবেশনের কাজ দীর্ঘায়িত হোক৷ কারণ প্রত্যেকেই নিজেদের বিধানসভা এলাকার মানুষের সমস্যার কথা তুলে ধরতে৷
advertisement
advertisement
পরিস্থিতি দেখে হাসতে হাসতেই অধ্যক্ষ বলেন, 'আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে মনে হচ্ছে সবাইকে বলি আপনারা চালিয়ে যান৷ গোটা বিষয়টা উপভোগ করি৷ মনে হচ্ছে কোনও কিছু নিয়ন্ত্রণের চেষ্টা না করে আপনাদের বলি যে নিজেদের বক্তব্য চালিয়ে যান৷ কোনও নিয়ম, বিধি মানার প্রয়োজন নেই৷'
advertisement
স্পিকার ক্ষোভের সঙ্গে এর পরে জানান, অধিবেশনের কাজ ঠিক মতো চলছে না৷ সেটাই তাঁর রাগের কারণ৷ তখনই অধ্যক্ষকে থামিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস বিধায়ক রমেশ কুমার বলেন, 'দেখুন কথাতেই আছে, যখন ধর্ষণটা অবধারিত তখন শুয়ে পড়ে সেটা উপভোগ করাই ভাল৷ আপনার অবস্থাও সেরকমই৷'
advertisement
বিধায়কের এই বক্তব্যে শুনে হাসিতে ফেটে পড়েন অনেক বিধায়কই৷ যদিও এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে৷ একজন বিধায়ক কীভাবে এমন মন্তব্য করলেন, তাও আবার বিধানসভায় দাঁড়িয়ে, সেই প্রশ্ন উঠছে৷
কর্ণাটকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার যথেষ্ট বেশি৷ কর্ণাটক পুলিশের তথ্যই বলছে, ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে রাজ্যে ১১৬৮টি ধর্ষণের অভিযোগ জায়ের হয়েছে৷ এর মধ্যে বাইশটি গণধর্ষণের ঘটনা৷ তথ্যই বলছে, প্রত্যেকদিন গড়ে একটি ধর্ষণের ঘটনা ঘটে কর্ণাটকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Congress MLA Comment on Rape: 'ধর্ষণ অবধারিত বুঝলে শুয়ে পড়ে উপভোগ করাই ভালো', বললেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement